Raj Chakraborty-Subhashree Ganguly: এক সপ্তাহ বয়স হল রাজ-কন্যার! উপহারে ভরিয়ে দেওয়া হল ইয়ালিনিকে, আপ্লুত শুভশ্রী
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Raj Chakraborty-Subhashree Ganguly: একরত্তিকে ঘিরেই আপাতত আবর্তিত রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর পৃথিবী। ইয়ালিনীকে উপহারে ভরিয়ে দিচ্ছে তার কাছের মানুষেরা।
advertisement
1/5

গত বৃহস্পতিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একরত্তিকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। চক্রবর্তী পরিবারের কনিষ্ঠতম সদস্যের নাম ইয়ালিনি।
advertisement
2/5
একরত্তিকে ঘিরেই আপাতত আবর্তিত রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর পৃথিবী। ইয়ালিনীকে উপহারে ভরিয়ে দিচ্ছে তার কাছের মানুষেরা।
advertisement
3/5
শুভশ্রীর সহকারীরাও পিছিয়ে নেই। ছোট্ট ইয়ালিনীকে নানা ধরনের খেলনা এবং রংবেরঙের উপহারে ভরিয়ে দিয়েছেন তাঁরা।
advertisement
4/5
সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সহকারীদেরও ধন্যবাদ জানাতেও ভোলেননি অভিনেত্রী।
advertisement
5/5
আপাতত সন্তানকে আলোকবৃত্ত থেকে দূরে রেখেছেন রাজ-শুভশ্রী। একরত্তিকে চাক্ষুষ করতে মুখিয়ে তাঁদের অনুরাগীরা।