TRENDING:

আমার রাশিয়ান স্ত্রী এখন হিন্দু ! খুল্লামখুল্লা বলেই দিলেন রাহুল

Last Updated:
বিগবসে রোজই নতুন নতুন ট্যুইস্ট নিয়ে আসছে ৷ আর এবারের নতুন ট্যুইস্ট হলো, আগের বিগবস সিজনের প্রতিযোগীদের ফের ঘরের মধ্যে এন্ট্রি চলছে ৷
advertisement
1/4
আমার রাশিয়ান স্ত্রী এখন হিন্দু ! খুল্লামখুল্লা বলেই দিলেন রাহুল
বিগবসে রোজই নতুন নতুন ট্যুইস্ট নিয়ে আসছে ৷ আর এবারের নতুন ট্যুইস্ট হলো, আগের বিগবস সিজনের প্রতিযোগীদের ফের ঘরের মধ্যে এন্ট্রি চলছে ৷ এই যেমন খুব শীঘ্রই বিগবসের ঘরে দেখা যাবে রাখি সওয়ান্ত, কাশ্মিরা শাহ, বিকাশ গুপ্তা, মনু পঞ্জাবি, আরসি খান ও রাহুল মহাজনকে ৷
advertisement
2/4
বিগবসের ঘরে ফের আসা নিয়ে খবর হতেই এক পত্রিকাকে কথায় কথায় রাহুল জানালেন, তাঁর রাশিয়ান স্ত্রী নাতালিয়া ধর্ম বদলে ফেলে হয়েছেন হিন্দু !
advertisement
3/4
প্রথমে শ্বেতা সিং, তারপর ডিম্পি গঙ্গোপাধ্যায় আর তারপর নাতালিয়াকে বিয়ে করেন রাহুল ৷ প্রথম দুটি বিয়ে ভেঙেছিল খুবই অশান্তির মধ্যে দিয়ে ৷ তবে নাতালিয়ার মধ্যেই নাকি আসল প্রেম খুঁজে পেয়েছেন রাহুল মহাজন৷ ২০১৮ সালে তাঁদের বিয়ে হয় ৷
advertisement
4/4
পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাহুল জানিয়েছেন, ‘আমাদের দু’জনের মধ্যে বোঝাপড়াটা খুবই ভালো ৷ দুজনে দুজনকে স্পেস দিই৷ কারও কোনও ব্যাপারে নাক গলাই না৷ কারণ, আমরা দুজনেই চাই বিয়েটা টিকে থাকুক ৷ আর এখন তো নাতালিয়া হিন্দু ধর্মেও বিশ্বাসি হয়ে উঠেছে ৷ এমনকী, আমি নাতালিয়াকে পার্বতী ও শিবের কথাও বলেছি ৷ ’
বাংলা খবর/ছবি/বিনোদন/
আমার রাশিয়ান স্ত্রী এখন হিন্দু ! খুল্লামখুল্লা বলেই দিলেন রাহুল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল