Rahul Mahajan Divorce : ৪৮-এ সন্তান চেয়েছিলেন রাহুল? তাই কি তৃতীয় স্ত্রীর সঙ্গেও সংসার ভেঙে চুরমার! ডিভোর্স নিয়ে বিস্ফোরক মহাজন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rahul Mahajan Divorce : মানসিক ভাবে ভেঙে পড়েছেন রাহুল। প্রয়োজন পড়েছে চিকিৎসার। মনোরোগ বিশেষজ্ঞের থেকে সাহায্য নিয়েছেন তিনি। এখনও থেরাপি চলছে তাঁর। নিজের মুখেই সে কথা জানিয়েছেন রাহুল।
advertisement
1/11

তৃতীয় বারও বিয়ে টিকল না রাহুল মহাজনের। কোনও সম্পর্কই স্থায়ী হয় না। তৃতীয় স্ত্রী নাতালিয়া ইলিনার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এই বিষয়টাই বারবার মাথায় এসেছে রিয়্যালিটি শো তারকার।
advertisement
2/11
আর তাই মানসিক ভাবে ভেঙে পড়েছেন রাহুল। প্রয়োজন পড়েছে চিকিৎসার। মনোরোগ বিশেষজ্ঞের থেকে সাহায্য নিয়েছেন তিনি। এখনও থেরাপি চলছে তাঁর। নিজের মুখেই সে কথা জানিয়েছেন রাহুল।
advertisement
3/11
রাহুলের কথায়, ‘‘এই দেশে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া নিয়ে নাক সিঁটকানো লক্ষ করা যায়। আমার যদিও এসব নিয়ে অস্বস্তি নেই। এই ডিভোর্স যেন আমার জীবনে ভূমিকম্পের মতো এসেছিল।’’
advertisement
4/11
‘‘কম্পন, ক্ষত এখনও রয়ে গিয়েছে। শক্ত থাকা ছাড়া আমার কিছুই করার নেই। নাতালিয়া কোথায় আছে, তাও জানি না, যোগাযোগ নেই। তবে ওর প্রতি আমার এখনও ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে ভরপুর।’’
advertisement
5/11
২০১৮ সালে বিদেশিনী কাজাখস্তানের নাতালিয়াকে বিয়ে করেন রাহুল। একসঙ্গে দিব্যি সংসার করছিলেন দু'জনে। একসঙ্গে 'স্মার্ট জোড়ি'-তেও অংশগ্রহণ করেছিলেন তাঁরা। কিন্তু এত কিছুর পরেও তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাঁদের সংসার।
advertisement
6/11
২০০৬ সালে প্রথম বিয়ে রাহুলের। শ্বেতা সিংকে বিয়ে করেছিলেন তিনি। প্রবল ওঠাপড়ার পর ২০০৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। শোনা গিয়েছিল, প্রথম স্ত্রীকে মারধর করতেন রাহুল। শ্বেতা পেশায় পাইলট ছিলেন।
advertisement
7/11
দ্বিতীয় বিয়ে বঙ্গতনয়া, প্রাক্তন মডেল ডিম্পি গঙ্গোপাধ্যায়কে। রাহুলের সঙ্গে তাঁর আলাপ রিয়ালিটি শো-তে। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত এই বিয়ে টেকে। তার পর বিচ্ছেদ। এখন ডিম্পি দ্বিতীয় বিয়ে সুখে সংসার করছেন দুবাইতে।
advertisement
8/11
রাহুল সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রেম-সংসার নিয়ে মনে ভয় ধরে গিয়েছে। নতুন কারও সঙ্গে দেখা করতে ভয় হয় তাঁর। নিজেকে অসুস্থ বলে দাবি করেছেন তারকা।
advertisement
9/11
গুঞ্জন শোনা গিয়েছিল, রাহুল সন্তান চেয়েছিলেন বলে তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু রাহুল এই বিষয়ে বলেছেন, ‘‘আমরা কখনও সন্তান চাইনি। চেষ্টাও করিনি। আমি ও ডিম্পি চেষ্টা করেছিলাম, কিন্তু ওর গর্ভেই সন্তানের মৃত্যু হয়।’’
advertisement
10/11
‘‘আমি আর নাতালিয়া কখনও সন্তান চাইনি। সব থেকে বড় কথা, আমার বয়স এখন ৪৮ বছর। এখন আর সন্তানের পরিকল্পনা করতেও চাই না।’’
advertisement
11/11
রাহুলের কথায় জানা গেল, তিন তিনটি বিয়ে ভাঙার পরেও তাঁকে কখনও এক টাকাও খোরপোশ দিতে হয়নি প্রাক্তন স্ত্রীদের। রাহুল জানালেন, প্রত্যেকটি ডিভোর্সই পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়েই হয়েছে।