Rahul Mahajan 3rd Divorce: ফের ডিভোর্স রাহুলের! তৃতীয় স্ত্রীর সঙ্গেও সংসার টিকল না, আবার বউয়ের খোঁজে রিয়ালিটি শো তারকা?
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rahul Mahajan 3rd Divorce: রাহুলের ঘনিষ্ঠ মহলের খবর, দাম্পত্যের শুরু থেকেই দু’জনের মধ্যে বোঝাপড়ার সমস্যা হচ্ছিল। তাও যতটা সম্ভব একসঙ্গে থাকার চেষ্টা করেছেন তাঁরা। গত বছরই তাঁদের ঘর আলাদা হয়ে গিয়েছে। ডিভোর্সও ফাইল করেছেন।
advertisement
1/8

টিকল না তৃতীয় বিয়েও। কাজাখস্তানের স্ত্রীর সঙ্গে ডিভোর্স করতে চলেছেন রাহুল মহাজন। নাতালিয়া ইলিনার সঙ্গে পাঁচ বছরের দাম্পত্যে চিড় ধরেছে বলেই সংবাদমাধ্যমের খবর। তাঁরা নাকি গত বছরই ডিভোর্স ফাইল করে ফেলেছেন।
advertisement
2/8
নাতালিয়া বা রাহুল, কেউই এই বিষয়ে মুখ খুলতে রাজি নন। আর এক সংবাদমাধ্যমকে রাহুল বলেছেন, ‘‘আমার ব্যক্তিগত বিষয়ে কারও সঙ্গেই কথা বলতে চাই না। বন্ধুদের সঙ্গেও না। এটুকুই বলতে পারি, আমি এখন ভাল আছি।’’
advertisement
3/8
এদিক রাহুলের ঘনিষ্ঠ মহলের খবর, দাম্পত্যের শুরু থেকেই দু’জনের মধ্যে বোঝাপড়ার সমস্যা হচ্ছিল। তাও যতটা সম্ভব একসঙ্গে থাকার চেষ্টা করেছেন তাঁরা। গত বছরই তাঁদের ঘর আলাদা হয়ে গিয়েছে। ডিভোর্সও ফাইল করেছেন।
advertisement
4/8
শোনা গিয়েছে, বিচ্ছেদের পর নাকি রাহুল খুব ভেঙে পড়েছিলেন। তৃতীয় বারও তাঁর সংসার টিকল না বলে তিনি মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু এখন তিনি ভাল আছেন।
advertisement
5/8
গত বছর তাঁর পরিস্থিতি ভাল ছিল না। তবে এখন ফের জীবনমুখী হয়েছেন রাহুল। আবার প্রেমে পড়ার চেষ্টা করছেন। আশা করছেন, নিশ্চয়ই আবার সঙ্গী খুঁজে পাবেন তিনি।
advertisement
6/8
২০০৬ সালে প্রথম বিয়ে রাহুলের। শ্বেতা সিংকে বিয়ে করেছিলেন তিনি। প্রবল ওঠাপড়ার পর ২০০৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। শোনা গিয়েছিল, প্রথম স্ত্রীকে মারধর করতেন রাহুল। শ্বেতা পেশায় পাইলট ছিলেন।
advertisement
7/8
দ্বিতীয় বিয়ে বঙ্গতনয়া, প্রাক্তন মডেল ডিম্পি গঙ্গোপাধ্যায়কে। রাহুলের সঙ্গে তাঁর আলাপ রিয়ালিটি শো-তে। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত এই বিয়ে টেকে। তার পর বিচ্ছেদ। এখন ডিম্পি দ্বিতীয় বিয়ে সুখে সংসার করছেন দুবাইতে।
advertisement
8/8
তারপর নাতালিয়ার সঙ্গে বিয়ে। ‘স্মার্ট জোড়ি’-তে তৃতীয় স্ত্রীর সঙ্গে এসে রাহুল নিজে স্বীকার করেছিলেন, ওই দুই বিয়ে খুব তাড়াহুড়ো করে করেছিলেন। তাই টেকেনি। কিন্তু এবার যে তৃতীয় সংসারও ভেঙে গেল রাহুলের।