Pulkit Samrat-Kriti Kharbanda: বিয়ের পিঁড়িতে পুলকিত-কৃতী? ভাইরাল কার্ডের ছবি ঘিরে তোলপাড় স্যোশাল মিডিয়া
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Pulkit Samrat-Kriti Kharbanda: চার হাত এক হতে চলেছে পুলকিত সম্রাট ও কৃতী খরবন্দার। চলতি মাসের জানুয়ারি মাসে বাগদান সেরেছিলেন তাঁরা। এবার পালা বিয়ের?
advertisement
1/9

চার হাত এক হতে চলেছে পুলকিত সম্রাট ও কৃতী খরবন্দার। চলতি মাসের জানুয়ারি মাসে বাগদান সেরেছিলেন তাঁরা। এবার পালা বিয়ের?
advertisement
2/9
জনপ্রিয় মেগা ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’তে অভিনয়ের মধ্যে দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন পুলকিত। তারপর জড়িয়েছেন একাধিক সম্পর্কে।
advertisement
3/9
সলমন খানের বোন শ্বেতা রোহিরার প্রেম পড়েন তিনি। ২০১৪ সালে বিয়েও করেন পুলকিত-শ্বেতা। কিন্তু তা বেশি দিন টেকেনি। মাত্র একবছরের মাথায় ভেঙেছে সংসার।
advertisement
4/9
তারপর নায়ক তাঁর সহ-অভিনেত্রী ইয়ামি গৌতমের প্রেমে পড়েন। কিন্তু তাঁদেরও বিচ্ছেদ হয় ২০১৮ সালে।
advertisement
5/9
২০১৮-তেই সিনেমার সেটে পুলকিত ও কৃতীর ঘনিষ্ঠতা শুরু হয়। দুজনে একসঙ্গে এরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন।
advertisement
6/9
পুলকিত-কৃতী নিজেদের সম্পর্ক নিয়ে বারাবরই অকপট। তাঁরা একসঙ্গে নানা ছবিও পোস্ট করে থাকেন।
advertisement
7/9
জানুয়ারিতে আচমকাই বাগদান সারেন তারকা জুটি। আর এবার খবর তাঁরা নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন?
advertisement
8/9
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের নাম লেখা একটি বিয়ের কার্ডের ছবি। তবে তা পুলকিত বা কৃতী কেউই শেয়ার করেননি নিজেদের প্রোফাইল থেকে ।
advertisement
9/9
চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে গুঞ্জন।