TRENDING:

Puja Banerjee Weds Kunal Verma|| ছেলেকে কোলে নিয়েই বিয়ের পিঁড়িতে পূজা-কুনাল, গোয়ায় ৩ দিনের রাজকীয় আয়োজন, দেখুন ছবিতে...

Last Updated:
Puja Banerjee to marry traditionally in Goa: ছেলেকে ঘোড়ায় চাপিয়ে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে (Puja Banerjee) বিয়ে করতে যাবেন অভিনেতা কুনাল ভার্মা (Kunal Verma)। বিয়ের পুরো সময়টাতেও পূজা বা কুনালের কোলেই থাকবে ছোট্ট কৃষিব।
advertisement
1/7
ছেলেকে কোলে নিয়েই বিয়ের পিঁড়িতে পূজা-কুনাল, গোয়ায় ৩ দিনের রাজকীয় আয়োজন, দেখুন...
*ছেলেকে ঘোড়ায় চাপিয়ে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে (Puja Banerjee) বিয়ে করতে যাবেন অভিনেতা কুনাল ভার্মা (Kunal Verma)। বিয়ের পুরো সময়টাতেও পূজা বা কুনালের কোলেই থাকবে ছোট্ট কৃষিব। ১৫ নভেম্বর গোয়ায় বসছে পূজা এবং কুনালের সামাজিক বিয়ের রাজকীয় আসর। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*২০২০ সালের এপ্রিল মাসে বিয়ের কথা থাকলেও করোনা সংক্রমণের জেরে সেই অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে মার্চ মাসে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন। এরপর করোনার সময়েই গর্ভবতী হন পূজা। ছোট্ট  কৃষিব আসে দম্পতির কোল জুড়ে। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*ইতিমধ্যেই খুদের অন্নপ্রাশনও হয়ে গিয়েছে। তার পূজার বহুদিনের ইচ্ছাপূরনে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। কুনাল (Kunal Verma) জানিয়েছেন, ছেলে হওয়ার পরে তাঁরা দু'জনেই তাঁকে দেখাশুনা করতে ব্যস্ত ছিলেন। এখন ছেলে একটু  বড় হয়েছে, তাই পূজার বহুদিনের শখ পূরণ করতেই সামাজিক বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একেবারে সব নিমন মেনেই হবে বিয়ের অনুষ্ঠান। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*কুনাল জানিয়েছেন, তাঁর মা বলেছিলেন কাছের আত্মীয় এবং বন্ধুদের নিয়ে আর্য সমাজে রীতি মেনে বিয়ের অনুষ্ঠান সেরে নিতে। কিন্তু তাঁরা তাতে রাজি ছিলেন না। সব সময়ের চেয়েছিলেন ডেস্টিনেশন ওয়েডিং করতে। তার জন্য মুম্বই, পঞ্চগনি, মহাবালেশ্বরের বিভিন্ন জায়গাও দেখেছেন। শেষপর্যন্ত গোয়াতেই বিয়ের অনুষ্ঠান হচ্ছে আগামী ১৫ নভেম্বর। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*পূজা ও কুনালের কথায়, তাঁরা প্রথম থেকেই চেয়েছিলেন ডেস্টিনেশন ওয়েডিং করতে। ২০২০-র এপ্রিলে বিয়ে হলেও তা বাইরে করার প্ল্যান ছিল। তাই গোয়ায় বিয়ের সিদ্ধান্তে বেজায় খুশি দু'জনেই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*তিন দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। ককটেল পার্টি, সঙ্গীত থেকে বিয়ে, প্রতিটি অনুষ্ঠান হবে। বিয়ের থিম কালার সবুজ এবং গোলাপি। কুনাল এবং ছোট্ট কৃষিব সাজবেন একই পোশাকে। রঙও হবে একই। পূজা পরবেন সবুজ পোশাক। 
advertisement
7/7
*কুনাল জানিয়েছেন, বিয়ের সবচেয়ে ভাল ব্যাপার আমার সঙ্গে ঘোড়ায় চড়ে যাবে। বড় হলে, বন্ধুদের বলবে নিজের বাবা-মায়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিল। এটা দারুন একটা ব্যাপার। তবে গোয়ার এই বিয়ের অনুষ্ঠান হবে একেবারে কাছের কিছু মানুষের উপস্থিতিতে। পরে মুম্বইতে রিসেপশন পার্টি দেবেন তারকা দম্পতি। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Puja Banerjee Weds Kunal Verma|| ছেলেকে কোলে নিয়েই বিয়ের পিঁড়িতে পূজা-কুনাল, গোয়ায় ৩ দিনের রাজকীয় আয়োজন, দেখুন ছবিতে...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল