Puja Banerjee : শাড়ি হোক বা মিনি ড্রেস! বাঙালি অভিনেত্রী পূজার শরীরী লাস্যে মুগ্ধ বহু অনুরাগী
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Puja Banerjee :বাংলা ছবি ও হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। কাহানি হামারে মবব্বত কি ধারাবাবিকে প্রথম দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
1/10

অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় বেশ পরিচিত নাম। তবে অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্যেও মজেছেন বহু নেটিজেন। কখনও সমুদ্র তট, কখনও আবার স্যুইমিং পুল। ঝড় তোলেন পূজা।
advertisement
2/10
বাংলা ছবি ও হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। কাহানি হামারে মবব্বত কি ধারাবাবিকে প্রথম দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
3/10
এর পরে দেখা যায় তুঝ সঙ্গ প্রীত লাগাই সজনা। এই ধারাবাহিকে তাঁকে এক পঞ্জাবি মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল।
advertisement
4/10
তেলুগু ও হিন্দি ছবিতেও অভিনয় করেছেন পূজা বন্দ্যোপাধ্যায়।
advertisement
5/10
তবে তার পাশাপাশি তাঁর উল্লেখ্য বাংলা ছবির নাম চ্যালেঞ্জ ২, মাচো মাস্তানা, হইচই আনলিমিটেড, প্রলয়, রকি, লাভেরিয়া।
advertisement
6/10
বহু হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন পূজা। এর মধ্যে উল্লেখ্য, কবুল হ্যায়, দেবো কি দেব মহাদেব, রাজিয়া সুলতানয
advertisement
7/10
এছাড়া হিন্দি ও বাংলা দুই বিগবসেই অংশ নিয়েছেন পূজা। ঝলক দিখলাজা ও খতরো কি খিলাড়ির মতো শোয়েও অংশ নিয়েছেন তিনি।
advertisement
8/10
কমেডি নাইটস, কমেডি দঙ্গল, এবং কপিল শর্মার শোতেও নজর কেড়েছেন পূজা।
advertisement
9/10
পূজার প্রথমে বিয়ে ভেঙে যায় ২০১৩ সালে। তার পরে তুঝ সঙ্গ প্রীত এর সহ অভিনেতা কুণাল ভর্মাকে বিয়ে করেন তিনি ২০২০-র অক্টোবরে।
advertisement
10/10
এখন তাঁরা এক পুত্র সন্তানের বাবা মা। সন্তানের নাম কৃষিভ।