TRENDING:

Bibhishon: নিছক মার্ডার মিস্ট্রি নয়, অপরাধের মনস্তত্ত্ব আর গ্রামবাংলার অন্ধকার পরতে পরতে নিয়ে দর্শককে চমক দিয়েছে মিনি-সিরিজ ‘বিভীষণ’

Last Updated:
Zee5’s latest mini series Bibhishon: নয়া বাংলা মিনি-সিরিজ 'বিভীষণ' দর্শককে এক নতুন অভিজ্ঞতা দিতে প্রস্তুত, দাবি করছেন সিরিজের পরিচালক রাজা চন্দ এবং অভিনেতারাও।
advertisement
1/7
নিছক মার্ডার মিস্ট্রি নয়,অপরাধের মনস্তত্ত্ব ও গ্রামবাংলার অন্ধকার পরতে পরতে এই মিনি সিরিজে
ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টে কেবলই থ্রিলারের ভিড়, এই অনুযোগ করে থাকেন অনেকেই! কথাটা একেবারে মিথ্যেও নয়। খুনের রহস্য উদ্ধার, চোর-পুলিশের টানাপোড়েন দেখতে দেখতে দর্শক ক্লান্ত। সেই জায়গা থেকে নয়া বাংলা মিনি-সিরিজ 'বিভীষণ' (Zee5’s latest mini series Bibhishon) দর্শককে এক নতুন অভিজ্ঞতা দিতে প্রস্তুত, দাবি করছেন সিরিজের পরিচালক রাজা চন্দ এবং অভিনেতারাও।
advertisement
2/7
জি৫-এর জন্য তৈরি হয়েছে এই বাংলা মিনি-সিরিজ। পরিচালক হিসেবে রাজা চন্দর মুন্সিয়ানা নিয়ে নতুন করে কিছু বলার নেই, দীর্ঘ দিন ধরেই তিনি অনন্য স্বাদের একাধিক ছবি উপহার দিয়ে চলেছেন দর্শককে। এবারেও যে তার ব্যতিক্রম হবে না, সে কথা তাঁর আত্মপ্রত্যয়ে স্পষ্ট।‘বিভীষণ’ গ্রামবাংলার পটভূমিকায় অপরাধ এবং তার রহস্য উন্মোচনের গল্প বলবে।
advertisement
3/7
সিরিজে দেখা যাচ্ছে সাব-ইনস্পেক্টর বিধান সেনকে। বীরভূমের বলাগড়ে একদিন এক পুলিশকর্মীর মাথাকাটা লাশ পাওয়া যায়। দেখতে দেখতে জটিল হয়ে ওঠে পরিস্থিতি। রহস্য উদঘাটনে এক নৃশংস সম্ভাবনার সম্মুখীন হন সেন, খুব সম্ভবত এই হত্যা নরবলিদানের আচারের সঙ্গে যুক্ত। তাঁর চাকরি পড়ে ঝুঁকির মুখে, অন্তঃসত্ত্বা স্ত্রী বৃষ্টিকে নিয়ে চলে পরিবার এবং পেশার টানাপোড়েন।
advertisement
4/7
ইতিমধ্যেই স্ট্রিমিং শুরু হয়েছে সিরিজের ৷ এই সিরিজে সাব-ইনস্পেক্টর বিধান সেনের চরিত্রে অভিনয় করেছেন সোহম মজুমদার। ‘‘আমি একটা ব্যাপারে আশ্বস্ত করতে পারি- দর্শক একবারের জন্যও চোখের পলক ফেলতে পারবেন না’’, জোর গলায় বলছেন মজুমদার।
advertisement
5/7
সঙ্গে এও বলছেন যে বিধান সেনের চরিত্রে অভিনয় তাঁর কাছে ঠিক যেন এক আধ্যাতিমিক যাত্রা, যা তাঁকে ভিতর থেকে অভিনয়ে সহায়তা করেছে। সাব-ইনস্পেক্টর সেনের স্ত্রী বৃষ্টির চরিত্রে সিরিজে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। ‘‘রাজাদা চেয়েছিলেন চরিত্রটা যেন বাস্তবসম্মত হয়। আমি খুবই সাদামাটা এক মানুষ, আর এই সততাই আমায় চরিত্রটার সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করেছে’’, বলছেন তিনি।
advertisement
6/7
মার্ডার মিস্ট্রি হলেও এটা টিপিক্যাল হু ডান ইট নয়, বরং আমরা হাউ ডান ইট পদ্ধতির উপরে দৃষ্টিনিবেশ করেছি। কীভাবে অপরাধের স্বরূপ পরতে পরতে উন্মোচিত হয়, সেটাই ছবির কাহিনিকে এগিয়ে নিয়ে গিয়েছে। পাশাপাশি আমরা গ্রামবাংলার কাঁচা চেহারা তুলে ধরেছি, বিশেষ করে বীরভূমের নানা লোককথা এবং তার চরিত্রগুলোকে নিয়ে তৈরি করেছি ন্যারেটিভ ৷
advertisement
7/7
সোহম মজুমদার
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bibhishon: নিছক মার্ডার মিস্ট্রি নয়, অপরাধের মনস্তত্ত্ব আর গ্রামবাংলার অন্ধকার পরতে পরতে নিয়ে দর্শককে চমক দিয়েছে মিনি-সিরিজ ‘বিভীষণ’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল