TRENDING:

Prosenjit Chatterjee: 'দই-শশা' নয়, খিচুড়ি, লুচিও নয়...! সরস্বতী পুজোর সন্ধ্যায় কিনা 'এইসব' খেলেন প্রসেনজিৎ? দেখেই চোখ ছানাবড়া নেটিজেনদের!

Last Updated:
ষাট বছরেও নিজেকে তিরিশের তরুণ রাখা প্রসেনজিতের সিক্রেট নিয়ে টলিপাড়ায় কান পাতা দায়। অনুরাগীদের অনেকেরই দাবি, শুধুই নাকি দই-শসা খেয়ে ৬০ বছরে ৩০ মনে হয় প্রসেনজিৎকে। যদিও একথা অস্বীকার করেছেন খোদ প্রসেনজিৎ।
advertisement
1/8
'দই-শশা' নয়, খিচুড়ি, লুচিও নয়...! সরস্বতী পুজোর সন্ধ্যায় 'এইসব' খেলেন প্রসেনজিৎ?
গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ‘কাবেরী অন্তর্ধান’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে প্রসেনজিত ও খোদ পরিচালকের প্রশংসায় নেটপাড়ায় তুমুল চর্চা চলছে ইতিমধ্যেই।
advertisement
2/8
শহরের প্রেক্ষাগৃহগুলোতে পাঠানের পাশাপাশই এই সরস্বতীপুজোতে ভালো পারফরম্যান্স দিচ্ছে বাংলা ছবি ‘কাবেরী অন্তর্ধান’। আর তাতেই সরস্বতীপুজোর উৎসবে যেন চাঁদের আলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে।
advertisement
3/8
নন্দনে হাউজফুল শোয়ে দর্শকদের সঙ্গে দেখা করেছেন খোদ টলিউডের সুপারস্টার। তবে বৃহস্পতিবার সবাইকে চমকে দিলেন অভিনেতা। নিজের বাড়িতেই বন্ধুদের নিয়ে জমিয়ে আড্ডার ফাঁকে করে বসলেন আশ্চর্য কাণ্ড। ইনস্টাগ্রামের দৌলতে সেই কীর্তির ছবি এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল আগুনের মতো।
advertisement
4/8
নিজেই সোশ্যালের পাতায় দুই বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেই দেখেই হইচই পড়ে যায় নেটপাড়াতে। কড়া ডায়েটে থাকা অভিনেতা নাকি খাচ্ছেন এইসব? তাও সরস্বতী পুজোর দিনেই?
advertisement
5/8
আসলে ষাট বছরেও নিজেকে তিরিশের তরুণ রাখা প্রসেনজিতের সিক্রেট নিয়ে টলিপাড়ায় কান পাতা দায়। অনুরাগীদের অনেকেরই দাবি, শুধুই নাকি দই-শসা খেয়ে ৬০ বছরে ৩০ মনে হয় প্রসেনজিৎকে। যদিও একথা অস্বীকার করেছেন খোদ প্রসেনজিৎ।
advertisement
6/8
বিভিন্ন সাক্ষাৎকারে বারবারই বলেছেন, এই ডায়েটের কোন সত্যতা নেই। এবার পাওয়া গেল প্রমাণও। ছবিতে দেখা গেল কৌশিক গঙ্গোপাধ্যায়, নিসপাল রানের সঙ্গে আড্ডার পর দিব্যি জমিয়ে ফুচকা খাচ্ছেন প্রসেনজিৎ। সঙ্গে আছেন করেছেন স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ও।
advertisement
7/8
প্রসেনজিৎকে ফুচকা খেতে দেখে চোখ কপালে নেটিজেনদের। এক ব্যক্তি লিখেছেন, ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফুচকাও খান’। অন্য এক নেটিজেন লেখেন, ‘বুম্বা দা.. বাঙালি যুবকদের ঈর্ষা.. ৬০ এও চির তরুণ.. আপনি সত্যিই ফুচকা খেয়েছেন কিনা জানিনা তবে খেলে আমরা বেজায় খুশি’। সবমিলিয়ে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে বাংলার সুপারস্টারের ফুচকা খাওয়ার মজাদার ছবি।
advertisement
8/8
ছবিতে খোশমেজাজে ধরা পড়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়ও। ইশারায় ফুচকার ফরমায়েশ করতেও দেখা গেল তাঁকে। ঠিক তখনই মুখে জাম্বো সাইজের একটি ফুচকা ঢুকিয়ে নিলেন প্রসেনজিৎ। ছবির মতোই পাশে হাসিমুখে সঙ্গ দিতে দেখা গেল কৌশিক ও নিসপালকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Prosenjit Chatterjee: 'দই-শশা' নয়, খিচুড়ি, লুচিও নয়...! সরস্বতী পুজোর সন্ধ্যায় কিনা 'এইসব' খেলেন প্রসেনজিৎ? দেখেই চোখ ছানাবড়া নেটিজেনদের!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল