অভিনব জন্মদিন পালন! হোমের শিশুদের সঙ্গে দিন কাটালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- Published by:Aryama Das
Last Updated:
এই হোমের শিশুরা তাঁদের প্রিয় বুম্বা'দাকে জন্মদিনের উপহার ও তুলে দেন
advertisement
1/4

#সোনারপুর: অর্পন মণ্ডল: আজ ৩০ সেপ্টেম্বর, তাঁর জন্মদিন। এবছর ৬০-এ পা রাখলেন সবার প্রিয় বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর পরে একাধিক ভাল ভাল অভিনেতা এসেছেন টলিউডে, চলেও গিয়েছেন কালের নিয়মে। কিন্তু বুম্বা দা? এখনও ঠিক একই জায়গায় রয়ে গিয়েছেন বাঙালির মনে। তিনি প্রতি মুহূর্তে নিজেদের ভেঙেছেন, গড়েছেন, আরও সমসাময়িক করে তুলেছেন। আজ তাঁর জন্মদিনে রয়েছে বিশেষ আকর্ষণ। আজ আড়ম্বরের আগে জায়গা হল মানবিকতার।
advertisement
2/4
করোনা মহামারীর জন্য গত দু'বছর ব্যতিক্রম হয়েছিল ঠিকই কিন্তু পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গেই ফের সোনারপুরের 'আপনজন' হোমে এসে ফের এইচ আই ভি আক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রতি বছরের মতোই এবারও এই সমস্ত শিশুদের হাতে পায়েস খেয়ে ও কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন তিনি।
advertisement
3/4
এছাড়াও এদিন নিজের হাতে এই হোমের শিশুদের দুপুরের খাবার পরিবেশন করলেন। পাশাপাশি এই হোমের শিশুরা তাঁদের প্রিয় বুম্বা'দাকে জন্মদিনের উপহার ও তুলে দেন।
advertisement
4/4
বিগত বেশ কিছু বছর ধরেই অভিনেতা নিজের জন্মদিন এই হোমের শিশুদের সঙ্গেই পালন করেন। মধ্য়ে করোনা অতিমারীর জন্য দুবছর তিনি স্বশরীরে আসতে পারেননি। তবে এই বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই তিনি আবার এই হোমে উপস্থিত। এবার এখানে আসতে পেরে খুশি তিনি। পাশাপাশি সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানান ও ভালো ভালো সিনেমা দেখার অনুরোধ করেন।