TRENDING:

Prosenjit-Srabanti: নৈহাটিতে আচমকা হলটা কী? দূর-দূরান্ত থেকে ছুটে এল কাতারে কাতারে মানুষ, উপচে পড়ল ঢল

Last Updated:
Prosenjit-Srabanti: প্রসেনজিৎ শ্রাবন্তী অভিনীত দেবী চৌধুরানী সিনেমার প্রচারে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বসত ভিটে নৈহাটিতে হাজির টলি তারকারা৷
advertisement
1/6
নৈহাটিতে আচমকা হলটা কী? দূর-দূরান্ত থেকে ছুটে এল কাতারে কাতারে মানুষ, উপচে পড়ল ঢল
হঠাৎই নৈহাটিতে হাজির টলিউড অভিনেতা প্রসেনজিৎ- শ্রাবন্তীরা! দেখতে ভিড় অনুরাগীদের (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
জানা যায়, সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৭-তম জন্মবার্ষিকী উপলক্ষে এদিন নৈহাটির কাঁঠালপাড়ায় আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। বিশেষ এই দিনে সাহিত্য সম্রাটের লেখা বিখ্যাত উপন্যাস 'দেবী চৌধুরানী' অবলম্বনে তৈরি নতুন সিনেমার জন্য প্রচারেই হাজির হন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়-সহ ছবির কলাকুশলীরা৷
advertisement
3/6
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, ২০২৫ সালের পুজোতেই মুক্তি পাবে শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী 'চৌধুরানী' চলচ্চিত্রটি। ছবিতে ‘ভবানী পাঠক’-এর চরিত্রে অভিনয় করছেন তিনি নিজে, আর দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে৷
advertisement
4/6
এর মধ্যে দিয়েই সর্বভারতীয় দর্শকদের কাছে পৌঁছবে বঙ্কিমচন্দ্রের সাহিত্যচেতনা৷
advertisement
5/6
এদিন সাহিত্যসম্রাটের পৈত্রিক ভিটে ও স্মৃতিবিজড়িত ঘর ঘুরে দেখেন তারা৷
advertisement
6/6
টলিউড অভিনেতাকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে হাতছাড়া করেননি অনুগামীরা। মুহূর্তেই ভিড় জমে যায় গোটা এলাকায়৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Prosenjit-Srabanti: নৈহাটিতে আচমকা হলটা কী? দূর-দূরান্ত থেকে ছুটে এল কাতারে কাতারে মানুষ, উপচে পড়ল ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল