‘রামলীলা’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার জায়গায় নেওয়া হয়েছিল দীপিকাকে, অবশেষে এই বিষয়ে নীরবতা ভেঙে সত্যিটা সামনে আনলেন ‘দেশি গার্ল’-এর মা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Priyanka Chopra's Mom Breaks Silence On Deepika Padukone: প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া বলেন যে, “সেই সময়কার কিছুই তেমন একটা মনে নেই। আমি শুধু এটাই জানি, ও (প্রিয়াঙ্কা) সঞ্জয়ের অফিসে গিয়েছিল। তখন আমি আমার ক্লিনিকে রোগী দেখছিলাম। কিন্তু ও যখন ফিরে এল, তখন ও বলেছিল যে, ‘আমি ‘রাম লীলা’-য় শুধু একটাই গান করছি’। আমি জিজ্ঞাসা করেছিলাম, ‘কী হয়েছে?’ ও শুধু এটুকুই বলেছিল যে, ‘আমার মনে হয়, সেটাই ভাল’।”
advertisement
1/5

বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল ‘রামলীলা’। এই ছবিতে মুখ্য ভূমিকায় সকলের মন মাতিয়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। আর এই ছবিতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রিয়াঙ্কা চোপড়ার নাচ। যা ভক্তদের মনে রীতিমতো হিল্লোল তুলেছিল। যদিও অনেকেই হয়তো জানেন না যে, সঞ্জয় লীলা বনশালীর এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করার কথা ছিল কিন্তু প্রিয়াঙ্কারই। তবে তাঁর জায়গা নিয়েছিলেন দীপিকা।
advertisement
2/5
Lehren Retro-র সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া বলেন যে, “সেই সময়কার কিছুই তেমন একটা মনে নেই। আমি শুধু এটাই জানি, ও (প্রিয়াঙ্কা) সঞ্জয়ের অফিসে গিয়েছিল। তখন আমি আমার ক্লিনিকে রোগী দেখছিলাম। কিন্তু ও যখন ফিরে এল, তখন ও বলেছিল যে, ‘আমি ‘রাম লীলা’-য় শুধু একটাই গান করছি’। আমি জিজ্ঞাসা করেছিলাম, ‘কী হয়েছে?’ ও শুধু এটুকুই বলেছিল যে, ‘আমার মনে হয়, সেটাই ভাল’।”
advertisement
3/5
মধু আরও বলে চলেন, “খুব ভাল করে ভেবেচিন্তেই ও সিদ্ধান্তটা নিয়েছিল। ওখানে হয়তো ভাল কিছু আলাপ-আলোচনা হয়েছিল। সেই কারণে এর জন্য রাজি হয়েছিল ও। কারণ এখনও অবধি ওদের বন্ধুত্ব রয়েছে। এরপর ‘মেরি কম’ ছবিতে মুখ্য ভূমিকার জন্য প্রিয়াঙ্কাকে অফার দিয়েছিল সঞ্জয়। কিন্তু প্রথমে ও একটা দ্বিধার মধ্যে ছিল।”
advertisement
4/5
যদিও প্রিয়াঙ্কা চোপড়ার মায়ের বক্তব্য যে, অভিনেত্রীর মধ্যে প্রতিশোধমূলকত প্রবণতা নেই। মধুর কথায়, “ওর মধ্যে প্রতিশোধস্পৃহা একেবারেই নেই। ও ছবিটা করেছিল। কারণ সঞ্জয় ওকে বলেছিল। পরিচালক ওমং কুমার ছিলেন পরিচালক। আর সব কিছু দেখার জন্য ও মেরি কমের সঙ্গেও বেশ কিছু দিন ছিল।”
advertisement
5/5
বনশালির ‘বাজিরাও মস্তানি’ ছবিতে কাশীবাঈ চরিত্রে অভিনয় করার বিষয়েও কথা বলেছেন প্রিয়াঙ্কা। মধুর কথায়, “কাশীবাঈ চরিত্রটা খুবই কঠিন ছিল। কারণ টাইট শট নেওয়া হয়েছিল। আর ক্যামেরা তাক করা ছিল মুখের উপরেই। ফলে অভিব্যক্তির খেলাটাই ছিল আসল... সঞ্জয়ও খুব একটা সহজ পরিচালক নন। তাই তাঁকে তুষ্ট রাখাটাও বড় ব্যাপার। আর যাতে তিনি অভিনয়ে সন্তুষ্ট হন, এটাই ছিল লক্ষ্য। আর এই বিষয়টার উপরই মনোনিবেশ করেছিল প্রিয়াঙ্কা। যাতে মন বিক্ষিপ্ত না হয়, তার জন্য নিজের ভ্যানে সেই সময় কারও সঙ্গে কথাও বলত না ও।” প্রসঙ্গত আসন্ন অ্যাকশন থ্রিলার ‘দ্য ব্লাফ’ ছবির শ্যুটিং শেষ করেছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন কার্ল আরবান।