হুবহু হলি তারকা! প্রিয়াঙ্কার মতো তাঁর দেহরক্ষীর গুণমুগ্ধও অনেক, রইল অজানা গল্প
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
গোল্ডিন বহু বছর ধরে জোনাস পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সেই সূত্রেই তিনি এখন প্রিয়াঙ্কার দেহরক্ষী। তবে গোল্ডিন এই প্রথমবার নয়, ২০১৮ সালেও ভারতে এসেছিলেন। তখনও নিকের সঙ্গে বিয়ে হয়নি প্রিয়াঙ্কার।
advertisement
1/6

নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। তারকা দম্পতির জীবন, তাঁদের কন্যাসন্তান, তাঁদের রেস্তরাঁ, পেশা সব নিয়েই দর্শকদের কৌতূহলের শেষ নেই। তবে এবার তাঁদের থেকে লাইমলাইট কেড়ে নিলেন তাঁদের এক কর্মী। ৩ বছর পর প্রিয়াঙ্কার দেশে ফেরার পর সেই নিয়ে চর্চার শেষ নেই।
advertisement
2/6
আগে যিনি ভারতীয় দেহরক্ষীকে সঙ্গে নিয়ে ঘুরতেন, এখন তাঁর সঙ্গে থাকেন কফির গোল্ডিন। তিন বছর পর দেশে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা। তাঁর ছায়াসঙ্গী হিসেবে গোল্ডিনকে দেখা গিয়েছে সব জায়গায়। আর প্রিয়াঙ্কার থেকে চোখ সরে গিয়েছে ভক্তদের।
advertisement
3/6
কে এই গোল্ডিন, যাঁর সঙ্গে নেটিজেনরা মিল পেলেন হলি তারকা রায়ান রেনল্ডসের? এই সুদর্শন পুরুষ আসলে ইজরায়েলের নাগরিক। চার বছর মিলিটারি স্কুলে পড়াশোনা করে ইজরায়েল এলিট ইউনিট, গিভাতিতে কাজ করেছেন গোল্ডিন। তাঁর নিজস্ব একটি সংস্থা রয়েছে নিরাপত্তরক্ষীদের।
advertisement
4/6
তিনি ক্রাভ মাগায় পারদর্শী। আইকিডো, জুডো, কারাটে, বক্সিং এবং কুস্তির কৌশলের মিশেলে তৈরি হওয়া বিশেষ মার্শাল আর্টে প্রশিক্ষণ প্রাপ্ত গোল্ডিন। গোল্ডিন এর আগে বিশেষ ইউনিটের সঙ্গে জড়িত ছিলেন। যেখানে সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রশিক্ষণ, অপারেশনাল প্ল্যানিং, ব্যক্তিগত সুরক্ষা এবং ম্যান গার্ডিং সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছিলেন। এছাড়াও তিনি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে অবগত।
advertisement
5/6
গোল্ডিন বহু বছর ধরে জোনাস পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সেই সূত্রেই তিনি এখন প্রিয়াঙ্কার দেহরক্ষী। তবে গোল্ডিন এই প্রথমবার নয়, ২০১৮ সালেও ভারতে এসেছিলেন। তখনও নিকের সঙ্গে বিয়ে হয়নি প্রিয়াঙ্কার। সেই সময়েই ভারতে তাঁর অনুরাগী সংখ্যার বিষয়ে টের পেয়েছিলেন তিনি। সে সম্পর্কে গোল্ডিন নিজে বেশ উত্তেজিত এবং আপ্লুত। তাঁর সঙ্গে রায়ানের মিল যে আলোচ্য বস্তু, তাও তিনি জানেন।
advertisement
6/6
ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি বহুবার ভারতে এসেছেন এবং এই দেশের প্রতি টান রয়েছে বিশেষ ভাবে। তবে এবারে সফরে তার মনোযোগ ছিল প্রিয়াঙ্কার দিকে। সাংবাদিকরা তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে গিয়েছেন বারবার। কারণ সফরের উদ্দেশ্য থেকে নিজেকে বিভ্রান্ত করতে চান না। সোশ্যাল মিডিয়াও এড়িয়ে চলেন গোল্ডিন।