Priyanka Chopra-Nick Jonas: স্বামী নিকের কাছে চরম কান্নাকাটি! 'স্যাম্পল সাইজ' নন, ভেঙে পড়েছেন প্রিয়াঙ্কা
- Published by:Sanchari Kar
Last Updated:
Priyanka Chopra-Nick Jonas: প্রিয়াঙ্কা চোপড়াকে একাধিক বার চেহারা নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। সম্প্রতি লস অ্য়াঞ্জেলসের এক অনুষ্ঠানে তেমনই এক অভিজ্ঞতার কথা বললেন তিনি।
advertisement
1/6

প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড হোক বা হলিউড, সবেতেই তাঁর অবাধ বিচরণ। এ হেন প্রিয়াঙ্কা চোপড়াকে একাধিক বার চেহারা নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। সম্প্রতি লস অ্য়াঞ্জেলসের এক অনুষ্ঠানে তেমনই এক অভিজ্ঞতার কথা বললেন তিনি।
advertisement
2/6
প্রিয়াঙ্কা জানান, চেহারা নিয়ে তাঁকে কটাক্ষের শিকার হতে হয়েছে বারবার। আর সেই কটাক্ষই তাঁরে মানসিক ভাবে ভেঙে দিয়েছে। নিজের আত্মবিশ্বাস হারিয়েছেন অভিনেত্রী। সেই সময় স্বামী এবং পরিবারকে পাশে পেয়েছেন তিনি।
advertisement
3/6
প্রিয়াঙ্কা বলেন, "আমাকে এমন কথা শুনতে হয়েছে যা শোনা খুব কঠিন। এখানে খুব মনকষ্ট নিয়ে এসেছি। কারণ গতকাল আমাকে একজন বলেছেন, আমার চেহারার মাপ 'আদর্শ' নয়। কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে। এ বিষয়ে আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি।"
advertisement
4/6
'দেশি গার্ল' আরও বলেন, "আমি আমার স্বামী এবং টিমের কাছে কান্নাকাটি করেছি। ওই কথাটা আমায় খুব কষ্ট দিয়েছে।"
advertisement
5/6
প্রিয়াঙ্কা মনে করেন, 'আদর্শ' চেহারা বলতে কিছু হয় না। আগাগোড়াই তিনি ভাল কাজ করায় বিশ্বাসী।
advertisement
6/6
শীঘ্রই রিচার্ড ম্য়াডেনের সঙ্গে 'সিটাডেল'-এ দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সম্প্রতি সিরিজের ট্রেলারটি মুক্তি পেয়েছে। প্রশংসিত হয়েছেন প্রিয়াঙ্কা।