TRENDING:

অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছবি 'প্রেম-টেম'-এর প্রিমিয়ারে তারকাদের আসর ! দেখুন ছবি

Last Updated:
য়ং কলেজ প্রেম বা টিনেজ লাভ এর ছবি আগেও বানিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।এই বার সেরকমই একটি লাভ ট্রায়াঙ্গল ভ্যালেনটাইন ডে'তে সকলের জন্য উপহার রইল পরিচালকের থেকে।
advertisement
1/5
অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছবি 'প্রেম-টেম'-এর প্রিমিয়ারে তারকাদের আসর ! দেখুন ছবি
না. সেই ভাবে কোরোনাকে আর কেউ ভয় পাচ্ছেনা। তাই জীবন এখন অনেকটাই স্বাভাবিক। আর এই স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ঢুকে পড়েছে সিনেমা দেখার মজা। তাই তো প্রেমের সপ্তাহে মুক্তি পেলো বেশ কয়েকটি বাংলা ছবি যার মধ্যে একটি অবশ্যই অনিন্দ্য চট্ট্যোপাধ্যায় পরিচালিত নতুন বাংলা ছবি 'প্রেম টেম'। বৃহস্পতিবার শহরে হয়ে গেল এই ছবির প্রেমিয়ার।
advertisement
2/5
হাজির ছিলেন ছবির তিন তাজা মুখ।ছিলেন পরিচালক ছাড়াও ছবির কলাকুশলীরা।বিশেষ আকর্ষণ অব্যশই পরিচালক সুজিত সরকার। সৌম্য মুখোপাধ্যায়, শ্বেতা মিশ্র, সুস্মিতা চট্টোপাধ্যায় এই তিন জনেরই সাজ প্রেমিয়ারে ছিল নজর কারার মতন। সুস্মিতা যেন এক্কেবারে বলিউড ডিভা।দীপিকার স্টাইল এ ব্লাউজ ও শাড়িতে রীতি মতন নজর কেরেছেন এই কন্যা। অন্য দিকে ওয়েস্টার্ন পোশাকে শ্বেতা মিশ্রও বেশ আকর্ষণীয় তো বটেই। হ্যান্ডসাম সৌম্য নজর কেরেছে সাদা বন্দ গলায়।
advertisement
3/5
এই নতুন বছরে একেবারে অন্য ভাবে নিজেদের মানসিকতা তৈরি করে ফেলেছি আমরা। অভ্যস্ত হয়ে গেছি সাবধানতা অবলম্বনে। তাই সবকিছুই যখন দিব্য চলছে তখন ছবি দেখা বাদ কেন? ঠিক সেই কারণেই এবারে ভ্যালেনটাইন ডে উপলক্ষে মিষ্টি প্রেমের নতুন ছবি দর্শকদের জন্য নিয়ে এল ভেঙ্কটেশ ফিল্মস।
advertisement
4/5
তাই সবকিছুই যখন দিব্য চলছে তখন ছবি দেখা বাদ কেন? ঠিক সেই কারণেই এবারে ভ্যালেনটাইন ডে উপলক্ষে মিষ্টি প্রেমের নতুন ছবি দর্শকদের জন্য নিয়ে এল ভেঙ্কটেশ ফিল্মস।
advertisement
5/5
অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত 'প্রেম টেম' । ইয়ং কলেজ প্রেম বা টিনেজ লাভ এর ছবি আগেও বানিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।এই বার সেরকমই একটি লাভ ট্রায়াঙ্গল ভ্যালেনটাইন ডে'তে সকলের জন্য উপহার রইল পরিচালকের থেকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছবি 'প্রেম-টেম'-এর প্রিমিয়ারে তারকাদের আসর ! দেখুন ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল