জিলিপিতে জিভে জল, শরীরে নতুন পরিবর্তন, মধ্য রাতে উৎফুল্ল অন্তঃসত্ত্বা বিপাশা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
দিন কয়েক আগে মায়ের হাতে রান্না করা খাঁটি বাঙালি খাবারে সাধ অনুষ্ঠান হয়েছিল অভিনেত্রীর। ভাতের সঙ্গে ছিল শুক্তো, মসুর ডাল, মাছের কালিয়া ও চিংড়ি মালাইকারি৷
advertisement
1/5

নতুন পর্বে পা সন্তানসম্ভবা বিপাশা বসুর। কয়েক দিন অন্তর অন্তর সব বদলে যায়। নতুন নতুন পরিবর্তন আসে শরীরে। আর সে সবই চাক্ষুষ করে বড়ই আনন্দে অভিনেত্রী। ভিডিও শেয়ার করলেন বঙ্গসুন্দরী।
advertisement
2/5
মধ্য রাতে মিষ্টির জন্য মন কেমন কেমন শুরু হবু মায়ের। জিভের চাহিদা মেটাতে রাতের বেলা জিলিপিতে কামড় বসালেন বঙ্গসুন্দরী। সেই ভিডিও করে লিখলেন, 'অবশেষে মিষ্টির চাহিদা তৈরি হয়েছে।' অন্তঃসত্ত্বা থাকাকালীন বারবার বিভিন্ন নোনতা, টক, মিষ্টি খাবার খাওয়ার ইচ্ছে করতে থাকে। সে রকমই পর্ব শুরু হয়েছে তাঁর।
advertisement
3/5
করণ সিং গ্রোভার এবং বিপাশা মাঝে মধ্যেই সন্তান আসার অপেক্ষার পর্বের ছবি, ভিডিও পোস্ট করেন। সম্প্রতি পাপারাৎজির সামনে এসেছিলেন বিপাশা। হাসিমুখে ক্যামেরায় পোজ দেন তিনি।
advertisement
4/5
দিন কয়েক আগে মায়ের হাতে রান্না করা খাঁটি বাঙালি খাবারে সাধ অনুষ্ঠান হয়েছিল অভিনেত্রীর। ভাতের সঙ্গে ছিল শুক্তো, মসুর ডাল, মাছের কালিয়া ও চিংড়ি মালাইকারি৷ সব রান্না করেছেন তাঁর মা৷ স্বাদের তারিফ করে নিজেই জানিয়েছেন বিপাশা৷ সঙ্গে ছিল কচুর তরকারি৷ বিপাশার সাধ ষোলআনা বাঙালিয়ানা৷
advertisement
5/5
সাধের ছবি, ভিডিও দিয়ে বিপাশা বাংলা হরফে লিখেছিলেন, 'আমার ও আমার সন্তানের মহা ভোজ'। সদ্য সন্তানের সঙ্গে মহা আনন্দে জিলিপি খেয়েও ফূর্তিতে আছেন হবু মা।