Pori Moni: ছেলের জন্মদিনে কেঁদে ভাসালেন পরীমণি, কার জন্য এত মনখারাপ জানেন? ফাঁস সত্য
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Pori Moni: বাংলাদেশের সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন,ছেলের জন্মদিনের প্রতিটা মুহূর্তে তিনি রাজকে কতটা মিস করেছেন৷
advertisement
1/5

বাংলাদেশের অভিনেত্রী পরীমণিকে নিয়ে চর্চা যেন থামছে না৷ হামেশাই শিরোনামে থাকেন অভিনেত্রী৷ সময়টা মোটেই ভাল যাচ্ছে না পরীমণির৷ তা ফের প্রমাণ হয়ে গেল৷
advertisement
2/5
ছেলের প্রথম জন্মদিন৷ ১০ অগাস্ট এক বছরে পা দিল রাজ্য৷ ঘটা করে ১৫ লাখ টাকা খরচ করে ছেলের জন্মদিন উদযাপন করেছেন৷ বিরাট আয়োজন,ব্যস্ততার মধ্যেও আক্ষেপের সুর অভিনেত্রীর মুখে৷
advertisement
3/5
স্বামী রাজের সঙ্গে এখন আর থাকেন না পরীমণি৷ বিচ্ছেদ না হলেও যোগাযোগ নেই৷ বাংলাদেশের সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন,ছেলের জন্মদিনের প্রতিটা মুহূর্তে তিনি রাজকে কতটা মিস করেছেন৷
advertisement
4/5
পরী বলেছেন, কত স্বপ্ন ছিল, ছেলের প্রথমবারের জন্মদিনে আমরা অনেক কিছু করব৷ একফ্রেমে ছবি তুলব৷ কই, তা আর হল কোথায়? জানি না ভগবান ভাগ্যে রাখেননি হয়তো৷
advertisement
5/5
পরী আক্ষেপ নিয়ে বলেন, আজ খুব কেঁদেছি৷ আর বারবার ভেবেছি, কেন এমনটা হল, এমনটা তো হওয়ার কথা ছিল না৷ একা একাই সবকিছু সামলাতে হচ্ছে৷ মাস দুয়েক রাজ কোনও যোগাযোগ করেনি, তাই ছেলের জন্মদিনটাও আমি একা নিজের মতো করে উপহার দিতে চেয়েছি৷ যতটা পেরেছি নিজের মতো করে সবটা করেছি৷