TRENDING:

Bollywood Actress: উদ্দেশ্য প্রচার নাকি...অভিনেত্রীর ভুয়ো মৃত্যুর খবর এই প্রথম নয়! পুনম পান্ডের আগে এই নায়িকার মৃত্যুশোকে কাতর হয়েছিল বিনোদন জগৎ

Last Updated:
গতকাল থেকেই ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী মডেল পুনম পান্ডের ভুয়ো মৃত্যুর খবর৷ তবে, পুনমই প্রথম নন, এর আগেও ছড়িয়েছে এর আগেও ছড়িয়েছে অভিনেত্রীর মৃত্যুর ভুয়ো খবর
advertisement
1/9
পুনম পান্ডের আগে এই নায়িকার ভুয়ো মৃত্যুশোকে কাতর হয়েছিল বিনোদন জগৎ
সিনে জগতে এমন অনেক ঘটনা ঘটে যা রহস্যই থেকে যায়৷ শুধু পর্দায় নয়, গল্প চলে পর্দার বাইরেও৷ কখনও ছড়িয়ে যায় তারকাদের মধ্যে ভুয়ো খবর৷ আবার, কখনও কখনও তারকাদের ভুয়ো মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে৷ গতকাল থেকেই ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী মডেল পুনম পান্ডের ভুয়ো মৃত্যুর খবর৷ তবে, পুনমই প্রথম নন, এর আগেও ছড়িয়েছে অভিনেত্রীর মৃত্যুর ভুয়ো খবর।
advertisement
2/9
জরায়ুর ক্যানসারের আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সে মারা গিয়েছেন অভিনেত্রী মডেল পুনম পান্ডে৷ আচমকা এমন খবরে শোকস্তব্ধ হয় দেশ৷ বেশ কিছু তারকা শোক প্রকাশ করতেও শুরু করেন৷ যদিও অভিনেত্রীর মৃত্যু খবর যে পুরোটাই ভুয়ো, তা অভিনেত্রী নিজেই জানালেন৷
advertisement
3/9
শনিবার সকালে একটি ইনস্টাগ্রাম পোস্টে পুনম জানান তিনি বেঁচে আছেন৷ ভিডিওতে পুনম বলছেন- ‘আমি বেঁচে আছি। আমি জরায়ুর ক্যান্সারে মারা যাইনি। দুর্ভাগ্যবশত, জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এমন শত শত নারীর কথা আমি বলতে পারব না। এটি এই কারণে নয় যে তারা এটি সম্পর্কে কিছু করতে পারেনি বরং তারা জানত না যে এটি সম্পর্কে কী করতে হবে।’
advertisement
4/9
তারকার ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার ঘটনা কিন্তু নতুন নয়৷ জানেন কী, প্রায় ৩০ বছর আগে ঠিক একই ভাবে বিনোদন জগতের অন্য এক তারকার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল৷ মিডিয়ার অন্দরে গুঞ্জন পাবলিসিটি স্টান্ট বা দর্শকদের মনোযোগ আকর্ষণ-এর জন্য ইচ্ছে করেই ছড়ানো হয়েছিল মৃত্যুর খবর৷
advertisement
5/9
১৯৯৪ সালে অভিনেত্রী মণীষা কৈরালার ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল৷ শোনা যায়, এই খবর ছড়িয়ে দিয়েছিলেন মুকেশ ভাট৷ মহেশ ভাটের ভাই কেন করেছিলেন এই কাজ? কারণ জানলে অবাক হবেন৷
advertisement
6/9
১৯৯৪ সালে মহেশ ভাটের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘অপরাধী’ নামের একটি ছবি৷ সেই ছবির প্রচারের উদ্দেশ্যেই ছবির নায়িকার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে দিয়েছিলেন মুকেশ ভাট৷
advertisement
7/9
'অপরাধী' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনীষা কৈরালা। মনীষা কৈরালা ছাড়াও এই ছবিতে নাগার্জুন, রাম্যা কৃষ্ণান এবং জনি লিভার-সহ আরও অনেক অভিনেতা ছিলেন। এই ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট এবং প্রযোজক ছিলেন মুকেশ ভাট।
advertisement
8/9
এই ছবির প্রচারে মনীষা কৈরালার মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। এটি করা হয়েছিল কারণ ছবিতে মনীষার চরিত্রটি মারা যায়৷ ছবির প্রচারের জন্যই ছড়ানো হয় ভুয়ো খবর৷
advertisement
9/9
বহু সেলেব্রিটিও সে সময় এই খবরটিকে সত্য বলে মেনে নেয়৷ মনীষা কৈরালের মৃত্যুর মিথ্যে খবর জানতে পেরে ভক্তপা সবাই ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকলেই নির্মাতাদের সমালোচনা করেছিল৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress: উদ্দেশ্য প্রচার নাকি...অভিনেত্রীর ভুয়ো মৃত্যুর খবর এই প্রথম নয়! পুনম পান্ডের আগে এই নায়িকার মৃত্যুশোকে কাতর হয়েছিল বিনোদন জগৎ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল