Guess the Celebrity: বিয়েতে খাবার পরিবেশন করে পেয়েছিলেন মাত্র ৫০ টাকা! পুলিশ কনস্টেবলের মেয়ে আজ ৩৭ কোটির মালিক, বলুন তো কে 'এই' অভিনেত্রী?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: বলিউডে এমন অনেক তারকা রয়েছেন, যাদের চলচ্চিত্র জগতে আসার আগে জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে। কিন্তু আজ তিনি বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন।
advertisement
1/9

বলিউডে এমন অনেক তারকা রয়েছেন, যাদের চলচ্চিত্র জগতে আসার আগে জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে। কিন্তু আজ তিনি বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন এবং বিলাসবহুল জীবনযাত্রার জন্য বেশ বিখ্যাত।
advertisement
2/9
এতক্ষণে সকলে বুঝেই গেছেন,কার কথা বলা হচ্ছে৷ তিনি আর কেউ নন, তিনি হলেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন রাখি সাওয়ান্ত৷ ১৯৭৮ সালে ২৫ নভেম্বর মুম্বইতে জন্মগ্রহণ করেন রাখি সাওয়ান্ত৷ রাখির বাবা আনন্দ সাওয়ান্ত মুম্বাইয়ের ওরলি থানায় একজন কনস্টেবল ছিলেন। বলিউডের আইটেম ক্যুইনও বলা হয় তাকে৷
advertisement
3/9
নিজের জীবন সংগ্রাম নিয়ে মিডিয়ার সঙ্গে বহুবার কথা বলেছেন রাখি। তিনি বহুবার দাবি করেছেন যে তার শৈশব ভীষণই দুঃখে-কষ্টে কেটেছে। মাত্র ১০ বছর বয়সে কাজ শুরু করেন রাখি সাওয়ান্ত। তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, তার বয়স যখন ১০, তখন তিনি মুম্বইয়ের একটি বিয়েতে খাবার পরিবেশন করেছিলেন যার জন্য মাত্র ৫০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।
advertisement
4/9
মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, রাখি তার বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে অভিনেত্রী হয়েছিলেন। ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল তাঁর। কলেজ থেকে পাশ করার পরই তিনি চলচ্চিত্রের জন্য অডিশন দিতে শুরু করেন। কেরিয়ারের প্রথম দিনগুলিতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল রাখিকে।
advertisement
5/9
পরবর্তীকালে পুরোপুরি ভোল বদলে সকলের সামনে আসেন রাখি সাওয়ান্ত৷ ১৯৯৭ সালে 'অগ্নিচক্র' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাখির। তারপর 'জোরু কা গুলাম', 'ইয়ে রিস্তে হ্যায় প্যায়ার কে', 'চুরা লিয়া হ্যায় তুমনে', 'জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়'-এর মতো ছবিতেও দেখা গেছে রাখিকে।
advertisement
6/9
'চুরা লিয়া হ্যায় তুমনে'-এর বিখ্যাত গান 'মহব্বত হ্যায় মির্চি' তার ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল। চারবার অডিশন দেওয়ার পর এই গানটি পেয়েছিলেন তিনি। 'ক্রেজি ৪'- ছবিতে রাখি সাওয়ান্তের গান 'টুক টুক দেখে পাল-পাল কে দেখে' গানটিও অনেক গুঞ্জন তৈরি করেছিল। এর পরে, রাখি একের পর এক আইটেম গানে নজর কেড়েছেন৷ 'মস্তি' এবং 'ম্যায় হুন না'-এর মতো ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে রাখিকে।
advertisement
7/9
চলচ্চিত্রে শুধু আইটেম নম্বর দিয়েই নয়, ২০০৬ সালে বিগ বসের প্রথম সিজন-এও অংশগ্রহণ করেছিলেন রাখি সাওয়ান্ত৷ তবে সেবার শো-টি জিততে পারেননি৷ ২০১৫ সালে ফের বিগ বসের ঘরে আসেন এবং তাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিও শুরু হয়৷
advertisement
8/9
রাখির ব্যক্তিগত জীবনও নিয়ে চর্চা কম হয়নি৷ কখনও রিতেশের সঙ্গে বিয়ে তারপর আবার ডিভোর্স, আবার কখনও আদিলের সঙ্গে কোর্ট ম্যারেজ ও নিকাহ করে শিরোনামে উঠে এসেছেন রাখি৷ তবে কোনও সম্পর্কও স্থায়ী হয়নি রাখির৷
advertisement
9/9
একাধিক সম্পর্ক, প্রেম,বিবাহ নিয়ে সর্বদাই সরগরম রাখির চর্চিত জীবন৷ মিডিয়া রিপোর্ট অনুসারে, রাখি সাওয়ান্ত বর্তমানে প্রায় ৩৭ কোটি টাকার সম্পত্তির মালিক।