TRENDING:

‘একেবারে নগ্ন, নির্লজ্জ মানুষ...’, পীযূষ মিশ্র বলছেন রণবীর কাপুর তাঁর পারিবারিক উত্তরাধিকারের ১%-ও বহন করেন না

Last Updated:
Piyush Mishra Says Ranbir Kapoor Works Without The Weight Of His Legacy: দ্য লালনটপকে দেওয়া একটি নতুন ইন্টারভিউতে অভিনেতা-লেখক খোলাখুলিভাবে ব্যাখ্যা করেছেন যে কেন তিনি এরকম অভিমত পোষণ করেন!
advertisement
1/6
‘একেবারে নগ্ন, নির্লজ্জ মানুষ...’, রণবীর কাপুরকে নিয়ে হঠাৎ এমনটা বললেন কেন পীযূষ মিশ্র?
কিছু অভিনেতা তাঁদের প্রতিভা দিয়ে মুগ্ধ করেন। অনেকে শৃঙ্খলা দিয়ে। পীযূষ মিশ্র আঙুল তুলেছেন রণবীর কাপুরের দিকে। বলছেন, তিনি এমন এক পরিবারে জন্ম নিয়েছেন যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে সিনেমা চলে আসছে, কিন্তু রণবীর এমন আচরণ করেন যেন সিনেমা কিছুই নয় তাঁর কাছে। দ্য লালনটপকে দেওয়া একটি নতুন ইন্টারভিউতে অভিনেতা-লেখক খোলাখুলিভাবে ব্যাখ্যা করেছেন যে কেন তিনি এরকম অভিমত পোষণ করেন!
advertisement
2/6
‘‘রণবীর তাঁর উত্তরাধিকারের ১%-ও বহন করেন না’’৷ রকস্টার এবং তামাশা ছবিতে রণবীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে মিশ্র বলেন নায়ক প্রথম দিন থেকেই তাঁকে অবাক করে দিয়েছিলেন। তিনি বলেন যে রণবীর সেটে আন্তরিক হলেও শ্যুটিং শেষ হয়ে গেলে ‘‘সম্পূর্ণ হালকা, সম্পূর্ণ মুক্ত’’ হয়ে যান, সিনেমার মর্যাদার চাপ কখনও নেন না।
advertisement
3/6
“আরে, জিজ্ঞাসাও করো না- ওই লোকটা অন্য কিছু,” তিনি হেসে বললেন, “এরকম একেবারে নগ্ন, নির্লজ্জ মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি”! তাঁকে সবচেয়ে বেশি অবাক করে দিয়েছিল ক্যামেরা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রণবীরের সব কিছু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়া। “তিনি এত দীর্ঘ উত্তরাধিকার থেকে এসেছেন- যা তাঁর বাবা, তাঁর পিতামহ, তাঁর প্রপিতামহের সময় থেকে চলছে। কিন্তু এর কোনওটিই তিনি বহন করেন না। এমনকি ১%-ও না।”
advertisement
4/6
ইরফানের সঙ্গে স্মৃতি: হাসিল ছবিতে ইরফানের সঙ্গে কাজ করা এই অভিনেতা স্বীকার করেছেন যে তাঁর প্রয়াণ এখনও কষ্টদায়ক। "তিনি খুব তাড়াতাড়ি চলে গেলেন। এটা খুব কষ্টের... তিনি একজন দুর্দান্ত অভিনেতা ছিলেন।"
advertisement
5/6
মিশ্র বলেছেন যে যদিও দু’জন খুব ঘনিষ্ঠ ছিলেন না, তবুও তাঁদের মধ্যে গভীর পারস্পরিক শ্রদ্ধা ছিল। ‘‘সত্যি বলতে, সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল না - তিগমাংশু ধুলিয়া বা বিশাল ভরদ্বাজের মতো নয়। আমরা একে অপরকে বলেছিলাম, তুমি ভাল কাজ করেছ। সেখানেই একটা বন্ধন তৈরি হয়েছিল।’’
advertisement
6/6
পীযূষ মিশ্র আরও বলেন, ‘‘হয়তো সে আর আমি এতটা ঘনিষ্ঠ হতে পারিনি, কিন্তু আমি শুনেছি সে একজন অসাধারণ মানুষ ছিল। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন এবং তাঁর ছেলেদের মহান অভিনেতা করে তুলুন।’’ ইরফান খান ২৯ এপ্রিল ২০২০ তারিখে মুম্বইতে মারা যান। তিনি কোলন ইনফেকশনের (কোলাইটিস) কারণে মারা যান যা নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে তাঁর দীর্ঘ লড়াইয়ের জটিলতা হিসাবে বিকশিত হয়েছিল, এটি একটি বিরল ধরনের ক্যানসার যা ২০১৮ সালে ইরফানের ক্ষেত্রে ধরা পড়েছিল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘একেবারে নগ্ন, নির্লজ্জ মানুষ...’, পীযূষ মিশ্র বলছেন রণবীর কাপুর তাঁর পারিবারিক উত্তরাধিকারের ১%-ও বহন করেন না
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল