Smart Didi Nandini: নন্দিনী এবার সিনেমার পর্দায়? স্মার্ট দিদির ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়া থেকে দিদি নম্বর ওয়ান সর্বত্রই তাঁর জয়জয়কার। শোনা গিয়েছে এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন তিনি। চলতি বছরেই প্রেমিকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়বেন। আর এবার তাঁর একটি ভিডিও দেখে বহু অনুরাগীর ধারণা তিনি সিনেমা কাজ করতে চলেছেন।
advertisement
1/8

সোশ্যাল মিডিয়া থেকে দিদি নম্বর ওয়ান সর্বত্রই তাঁর জয়জয়কার। শোনা গিয়েছে এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন তিনি। চলতি বছরেই প্রেমিকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়বেন। আর এবার তাঁর একটি ভিডিও দেখে বহু অনুরাগীর ধারণা তিনি সিনেমা কাজ করতে চলেছেন।
advertisement
2/8
কলকাতার পাইস হোটেলের বাজারের নয়া সেনসেশন নন্দিনী দির পাইস হোটেল। নন্দিনী ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। তারপর বেঙ্গালুরুতে চাকরিও করেছেন। কিন্তু সব ছেড়ে তিনি বাবার পাশে দাঁড়ান।
advertisement
3/8
তার কয়েক মাসের মধ্যেই তাঁর ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। তারপর থেকে নিন্দনীর পাইস হোটেলে রোজই লেগে থাকত ইউটিউবারদের ভিড়।
advertisement
4/8
তাঁকে নিয়ে নানা জনের নানা মত। অনেকেই তাঁকে খুবই পছন্দ করেন, আবার অনেকে তাঁকে নিয়ে নানা বিরূপ মন্তব্যও করে থাকেন। কিন্তু এত কিছুর মধ্যেও তাঁর জনপ্রিয়তা অটুট।
advertisement
5/8
ভাইরাল নন্দিনী কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি তাঁর হোটেলের নতুন দুটি শাখা খুলতে চলেছনে একটি সাউথ কলকাতায় আরেকটি নিউ টাউনে। পাশাপাশি চলতি বছরেই বিয়ে সারবেন প্রেমিকের সঙ্গে।
advertisement
6/8
তবে এখানেই চমকের শেষ না, শনিবার রাতে রাজা সাহার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে আসেন নন্দিনী। তাঁর হাতে দেখা যায় একগুচ্ছ কাগজ। তারপর জানান, তাঁরা বড় চমক দিতে চলেছেন। নন্দিনী বলেন, ‘ আজ একটা চরিত্রের কথা বলব। নন্দিনী নয়, সে নিলাক্ষী।’
advertisement
7/8
রাজা বলেন, ‘নিলাক্ষী লিখতে ভালোবাসে। সত্যিটাকে তুলে ধরতে ভালবাসে নিজের লেখায়।’ পাশাপাশি ব্যোমকেশের অজিত ও ফেলুদার জটায়ুর সঙ্গেও তুলনা করেন নিলাক্ষীর।
advertisement
8/8
আর এই লাইভ দেখার পর থেকেই সকলের কাছে বেশ স্পষ্ট সিনেমার পর্দায় পা রাখছেন নন্দিনী। তবে এবিষয়ে রাজা বা নন্দিনী কেউই আর সেভাবে কিছু জানাননি। এটা সিনেমা হবে না সিরিজ সেটাও এখনও স্পষ্ট নয়। তাঁরা জানান ধীরে ধীরে পর্দা উঠবে রহস্য থেকে!