Patralekhaa Bridal Outfits: গোটা বিয়েতে ৪ সেলিব্রিটি ডিজাইনারের সেরা পোশাকে সেজেছিলেন রাজকুমার-ঘরণী পত্রলেখা, দেখুন ভাইরাল সব ছবি
- Published by:Raima Chakraborty
Last Updated:
গোটা বিয়েতে চার সেলিব্রিটি ডিজাইনারের সেরা পোশাকে সেজেছিলেন পত্রলেখা। দেখুন নায়িকার ভাইরাল সমস্ত লুক (Patralekhaa Bridal Outfits)।
advertisement
1/12

বলিউডের নতুন স্বামী-স্ত্রীয়ের জুটি রাজকুমার রাও ও পত্রলেখা (Rajkummar Rao Patralekhaa)। গত সোমবারই এই তারকা জুটি চণ্ডীগড়ে বিয়ে সেরেছেন (Patralekhaa Bridal Outfits)। প্রায় ১১ বছর ধরে সম্পর্কে থাকার পর শেষ পর্যন্ত বিয়ে করলেন রাজকুমার ও পত্রলেখা। নিজেরাই সোশ্যাল মিডিয়ায় বিয়ের অসাধারণ সব ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই আনন্দের খবর (Patralekhaa Bridal Outfits)। বিয়ের নানা রীতির ছবি শেয়ার করেছিলেন রাজকুমার ও পত্রলেখা (Rajkummar Rao Patralekhaa)। গোটা বিয়েতে চার সেলিব্রিটি ডিজাইনরারে সেরা পোশাকে সেজেছিলেন পত্রলেখা। দেখুন নায়িকার ভাইরাল সমস্ত লুক (Patralekhaa Bridal Outfits)।
advertisement
2/12
বিয়ের দিন লাল ওড়নায় লেখা ছিল বাংলায়। সব্যসাচীর জিজাইন করা এই ওড়নায় লেখা হয়েছিল, 'আমার পরাণ ভরা ভালোবাসা তোমায় সমর্পণ করিলাম'।
advertisement
3/12
বিয়ের দিন সব্যসাচীর ডিজাইন করা সাবেকি লাল বেনারসি পরেছিলেন পত্রলেখা।
advertisement
4/12
এনগেজমেন্টের সময় পত্রলেখা পরেছিলেন আইভরি গাউন। জেড বাই মনিকার ডিজাইন করা এই পোশাক।
advertisement
5/12
সাদা গাউনের সঙ্গে রয়েছে নেটের তৈরি ভেল।
advertisement
6/12
প্রি-ওয়েডিংয়ের লুকেও নজর কেড়েছেন নায়িকা।
advertisement
7/12
কাস্টোমাইজ করা এই নীল পোশাকের সঙ্গে রয়েছে নানারঙা ব্লাউজ।
advertisement
8/12
বিয়ের পর পাজামা পার্টি দিয়েছিলেন রাজকুমার ও পত্রলেখা। সেখানে অমিত আগরওয়ালের ডিজাইন করা পোশাক পরেছিলেন পত্রলেখা।
advertisement
9/12
বিয়ের আরেকটি অনুষ্ঠানে হাল্কা সবুজ এই পোশাকেও নজর কেড়েছেন নায়িকা।
advertisement
10/12
প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠানে পত্রলেখা পরেছেন ফুল প্রিন্টের তৈরি শাড়ি। ডিজাইনার শেহলা খান।
advertisement
11/12
আরেকটি অনুষ্ঠানে পত্রলেখাকে দেখা গিয়েছে আদুরে ছোট্ট ড্রেসে। ডিজাইনার গৌরী ও নয়নিকা।
advertisement
12/12
বিয়ের শেষে চেনা লাল শাড়িতে নববধূর বেশে পত্রলেখা।