Parno Mitra: শ্রীলঙ্কার সৈকতে বিকিনিতে পার্নো! তাঁর সফর সঙ্গী কে? জানলে চমকে উঠবেন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
উত্তাল নীল সমুদ্র তার ধারে হলুদ বিকিনিতে সাহসী পার্নোর! শীতে শ্রীলঙ্কার নোনা জলের পাড়ে নায়িকার ছবি দেখে অবাক নেটিজেনরা।
advertisement
1/6

উত্তাল নীল সমুদ্র তার ধারে হলুদ বিকিনিতে সাহসী পার্নোর! শীতে শ্রীলঙ্কার নোনা জলের পাড়ে নায়িকার ছবি দেখে অবাক নেটিজেনরা।
advertisement
2/6
সমুদ্রে কখনও নিজে ভিজচ্ছেন আবার কখনও সমুদ্রের পাশে বসে মেখে নিচ্ছেন রোদ। কিন্তু এই সফরে পার্নোর সঙ্গী কে জানলে অবাক হবেন? নায়িকার সঙ্গী হুইলচেয়ার!
advertisement
3/6
হ্যাঁ, আসল ঘটনা হল গত মাসে দুবাই ট্রিপে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে চোট পান তিনি। এখন চলছে ওষুধ। পায়ে চোট পুরোপুরি ঠিক হয়নি।
advertisement
4/6
কিন্তু এই চোট তাঁকে বাড়িতে আটকে রাখতে পারেনি। বরং বিশ্রামের জন্য তিনি বেছে নিয়েছেন শ্রীলঙ্কাকে। সেখানেই আপাতত ছুটি কাটাচ্ছেন তিনি।
advertisement
5/6
বেশি হাঁটাচলা করতে পারছেন না। তাই হুইলচেয়ারই ভরসা। তাতে চড়েই বিমানবন্দরে হাজির হয়েছিলেন পার্নো। তবে এই ট্রিপের প্ল্যান তিনি আগেই করে রেখেছিলেন।
advertisement
6/6
তবে ব্যাথার কথা ভুলে শ্রীলঙ্কার সৌন্দর্য্য উপভোগ করছেন পার্নো। পাশাপাশি চেখে দেখে নিচ্ছেন সেখানকার নানা পদ।