পরপর ৯টি ছবি ফ্লপ, হাতছাড়া করেছেন ৯০০ কোটির ছবিও ! তবে বিয়ের পর ঘুরল ভাগ্যের চাকা, ধামাকা কামব্যাকে ভক্তদের মন ছুঁলেন এই অভিনেত্রী
- Published by:Siddhartha Sarkar
- trending-desk
Last Updated:
Bollywood Actress Life Story: বিশেষ করে অতিমারীর পরে বক্স অফিসে বেশিরভাগ ছবিই সাফল্যের মুখ দেখেনি। সেই সঙ্গে দক্ষিণ ভারতীয় ছবির ইন্ডাস্ট্রির প্রভাব পড়েছে বলিউডের উপর।
advertisement
1/7

চলচ্চিত্র জগতের শিল্পীদের কেরিয়ারে ওঠা-পড়া লেগেই থাকে। যদিও প্রত্যেকটা ছবি সাফল্যের মুখ দেখে না। আর এভাবেই ইন্ডাস্ট্রি এগিয়ে চলেছে। বিশেষ করে অতিমারীর পরে বক্স অফিসে বেশিরভাগ ছবিই সাফল্যের মুখ দেখেনি। সেই সঙ্গে দক্ষিণ ভারতীয় ছবির ইন্ডাস্ট্রির প্রভাব পড়েছে বলিউডের উপর। যদিও কিছু তারকার গায়ে অবশ্য এর আঁচ পড়েনি। এমনকী, সেই তালিকায় রয়েছেন এক বলিউড অভিনেত্রীও।
advertisement
2/7
একের পর এক ফ্লপ ছবি দেওয়ার পরেও কয়েকজন তারকা বলিউডে নিজের জায়গা তৈরি করতে সফল হয়েছেন। আর তার সবথেকে বড় উদাহরণ হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। একের পর এক ফ্লপ ছবি দেওয়ার পরেও তিনি প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন।
advertisement
3/7
২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন পরিণীতি। আর এই ছবির জন্য তিনি বেস্ট ফিমেল ডেবিউ ক্যাটাগরিতে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। এরপর তাঁর ঝুলিতে এসেছে ‘ইশকজাদে’, ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ এবং ‘হাসি তো ফাসি’-র মতো হিট ছবি।
advertisement
4/7
তবে এরপর একের পর এক ছবি ফ্লপ হতে থাকে পরিণীতির। এর মধ্যে অন্যতম হল ‘দাওয়াত-এ-ইশক’ (২০১৪), ‘কিল দিল’ (২০১৪), ‘মেরি প্যায়ারি বিন্দু’ (২০১৭), ‘নমস্তে ইংল্যান্ড’ (২০১৮)। যার জেরে অভিনেত্রীর কেরিয়ার প্রায় ভরাডুবির মুখে পড়ে। অভিনেত্রী একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ‘অ্যানিম্যাল’ ছবির অফার নাকচ করে দিয়েছিলেন তিনি। যা প্রায় ৯০০ কোটি টাকা আয় করেছে।
advertisement
5/7
তবে প্রতিকূল সময়ে ধৈর্য বজায় রেখেছেন অভিনেত্রী। সেই সঙ্গে কঠোর পরিশ্রমও করে গিয়েছেন। কিছু মিউজিক ভিডিও-তেও দেখা গিয়েছিল পরিণীতিকে। এরপর প্রেমের সম্পর্কের জন্য নতুন করে চর্চায় উঠে আসেন এই তারকা।
advertisement
6/7
পাপারাৎজিরা তাঁকে আম আদমি পার্টি (আপ)-র নেতা রাঘব চাড্ডার সঙ্গে ক্যামেরাবন্দি করেছিলেন।তবে রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর পরিণীতির জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে।
advertisement
7/7
২০২৪ সালে তিনি দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে ‘চমকিলা’ ছবিতে অভিনয় করে বি-টাউনে প্রত্যাবর্তন করেন। পরিণীতির নেটফ্লিক্সের এই ছবি দর্শকদের দারুণ প্রশংসা পেয়েছে। পরিণীতির অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে। আর এই ছবির শ্যুটিংয়ের সময় কীভাবে রাঘবের সঙ্গে তাঁর সম্পর্ক আরও গভীর হয়েছে, সে কথাও ‘আপ কি আদালত’-এ তুলে ধরেছেন খোদ অভিনেত্রী। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর উদয়পুরে এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরিণীতি আর রাঘব।