TRENDING:

Parineeti Raghav Wedding: 'আমাদের চিরকালের পথচলা শুরু...' পরিণীতি-রাঘবের বিয়ের ছবি এল প্রকাশ্যে, দেখুন অ্যালবাম

Last Updated:
সোমবার সকালে তাঁদের সেই বিশেষ মুহূর্তের ছবি ইন্সট্রাগ্রামে শেয়ার করে নেন অভিনেত্রী। ‘রাগনীতি’র সেই অপরূপ ছবি দেখে মুগ্ধ সকলে। নতুন রূপে ধরা দিলেন নববধূ পরিণীতি। নায়িকা মুখে প্রাণখোলা হাসি, পরনে আইভরি রঙের লাহেঙ্গা, গলায় জমকালো হার। অন্যদিকে, সাদা পোশাকে রাঘব।
advertisement
1/8
'চিরকালের পথচলা শুরু...' পরিণীতি-রাঘবের বিয়ের ছবি এল প্রকাশ্যে, দেখুন অ্যালবাম
রূপকথার মতো বিয়ে হল সিটি অফ লেকে। রাজস্থানের উদয়পুরে এক বৃহৎ জলাশয়ের পাশে রাজা ও রানির মতো একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রাঘব চড্ডা এবং পরিণীতি চোপড়া।
advertisement
2/8
সোমবার সকালে তাঁদের সেই বিশেষ মুহূর্তের ছবি ইন্সট্রাগ্রামে শেয়ার করে নেন অভিনেত্রী। ‘রাগনীতি’র সেই অপরূপ ছবি দেখে মুগ্ধ সকলে। নতুন রূপে ধরা দিলেন নববধূ পরিণীতি। নায়িকা মুখে প্রাণখোলা হাসি, পরনে আইভরি রঙের লাহেঙ্গা, গলায় জমকালো হার। অন্যদিকে, সাদা পোশাকে রাঘব।
advertisement
3/8
একে অন্যের হাত শক্ত করে ধরে সাতপাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি। মুগ্ধ নয়নে পরিণীতির দিকে তাকিয়ে রাঘব।
advertisement
4/8
লন্ডনে পড়াশোনা করার সময়েই হয় তাঁদের বন্ধুত্ব। তারপর বিদেশের মাটিতে দুই ভারতীয়ের সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। আর অবেশেষে তার শুভ পরিণতি। সেই তৃপ্তি যেনো প্রকাশ পাচ্ছে নবদম্পতির মুখে। ভালবেসে পরিণীতি কপালে স্নেহের চুমু এঁকে দিচ্ছেন রাঘব।
advertisement
5/8
ভালবাসায় মাখা সাদা-কালো ছবিও অভিনেত্রী ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'অনেকে দিনের ইচ্ছে আজ পূরণ হল, সকালে একসঙ্গে এক টেবিলে জলখাবারে নিয়ে আড্ডা, সঙ্গে মনের কথার আদান-প্রদান। অনেক দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম.. অবশেষে মিস্টার  ও মিসেস হতে পেরে খুবই ভাল লাগছে! একে অন্যকে ছেড়ে কখনও থাকতে পারব না, আমাদের চিরকালের পথচলা শুরু হল।'
advertisement
6/8
নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন দিদি প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানা, ভূমি পান্ডেকরের মতো বলিউড তারকা থেকে ফ্যাশন জগতের মনীশ মালহোত্রাও।
advertisement
7/8
পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা রাজস্থানের উদয়পুরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন। এছাড়াও হরভজন সিং তার স্ত্রী গীতা বসরা এবং সন্তানদের নিয়ে উপস্থিত ছিলেন। তাছাড়াও উপস্থিত ছিলেন সানিয়া মির্জা এবং মনীশ মালহোত্রা-সহ আরও অনেকে।
advertisement
8/8
রাজকীয় বিয়ের পর নাকি তারকাদম্পতি এলাহি ব্যবস্থাপনায় রিসেপশনের আয়োজন করেছেন। শোনা গিয়েছে, দিল্লি এবং মুম্বইতে দু’টি রিসেপশন হবে। রাজনীতি এবং বিনোদন জগতের ব্যক্তিত্বদের নিমন্ত্রণ জানিয়েছেন তাঁরা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Parineeti Raghav Wedding: 'আমাদের চিরকালের পথচলা শুরু...' পরিণীতি-রাঘবের বিয়ের ছবি এল প্রকাশ্যে, দেখুন অ্যালবাম
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল