TRENDING:

Parineeti-Raghav: রাঘব-পরিণীতির আংটিবদল! কারা কারা আসছেন? নিমন্ত্রিতদের তালিকা শুনলে চমকে যাবেন

Last Updated:
advertisement
1/6
রাঘব-পরিণীতির আংটিবদল! কারা কারা আসছেন? নিমন্ত্রিতদের তালিকা শুনলে চমকে যাবেন
বাজল বিয়ের সানাই৷ বলিউডে এখন বিয়ের রব ৷ তারপরই মুখে কুলুপ এঁটে রয়েছেন বরও কনেপক্ষ৷ তবে এবার লুকোচুরির পালা শেষ৷ আজ সেই বিশেষ দিন৷ ১৩ মে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সারতে চলেছেন পরিণীতি চোপড়া৷
advertisement
2/6
এনগেজমেন্ট সেরেমনির জন্য আলোয় সেজে উঠেছে বান্দ্রায় পরিণীতির বাসভবন৷ এবং দিল্লিতেও রাঘবের সরকারি বাসভবন সেজে উঠেছে আলো ও ফুলে৷ ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
3/6
সূত্র থেকে জানা গেছে, শনিবার নয়াদিল্লির কাপুরথলা হাউসে পরিবার পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে আংটিবদল করতে চলেছেন রাঘব-পরিণীতি৷ শিখ রীতির প্রার্থনা আদ্রস দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে৷ সঙ্গে থাকবে ভজন গান৷
advertisement
4/6
রাঘব-পরিণীতির আংটিবদলের অনুষ্ঠানে বিকেল ৫ টায় শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহেব -এর অংশ শুকুমণি সাহেব পাঠ করা হবে৷ তারপরই শুরু হবে আদ্রস বা প্রার্থনা৷ তারপর আংটিবদল করবেন রাঘব-পরিণীতি৷ মধ্যাহ্নভোজ ও নৈশভোজেরও বিরাট আয়োজন করা হয়েছে৷
advertisement
5/6
বাগদানে কারা কারা নিমন্ত্রিত থাকবেন তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আসছেন৷ করণ জোহরকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু তিনি নন, অতিথি তালিকায় রয়েছেন মনীশ মালহোত্রাও। সানিয়া মির্জাকেও পরিণীতি ও রাঘবের বাগদান অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
advertisement
6/6
সূত্রের খবর, পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়াও উপস্থিত থাকছেন বাগদান অনুষ্ঠানে৷ এছাড়াও পরিণীতির ঘনিষ্ঠ বলিউড তারকারাও উপস্থিত থাকছেন এনগেজমেন্টের অনুষ্ঠানে৷ সব মিলিয়ে অতিথির সংখ্যা প্রায় ১৫০ জন৷ হবু বর রাঘব ও পরিণীতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Parineeti-Raghav: রাঘব-পরিণীতির আংটিবদল! কারা কারা আসছেন? নিমন্ত্রিতদের তালিকা শুনলে চমকে যাবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল