Anupam Roy Wedding-Parambrata Chatterjee: অনুপমের বিয়ের খবরে চমকে উঠলেন পরমব্রত, জেনেই নিউজ18 বাংলাকে যা বললেন অভিনেতা...!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Anupam Roy Wedding-Parambrata Chatterjee: আজ কী বলছেন তাঁর বন্ধুর বিয়ের খবরে? নিউজ18 বাংলা পরমব্রতকে যোগাযোগ করার পর তিনি বললেন, খবরটি জানতেন না। নিউজ18 বাংলার থেকেই প্রথম এই সুসংবাদ পৌঁছেছে তাঁর কাছে।
advertisement
1/10

গত নভেম্বর মাসে বাংলা বিনোদন জগতে আলোড়ন পড়ে গিয়েছিল। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী বিয়ে করেছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। চমকে উঠেছিল বাংলা। ফের ফেব্রুয়ারি মাসের শেষে টলিপাড়া সরগরম।
advertisement
2/10
নতুন খবরের খুঁটি বাঁধা আছে গত নভেম্বরের সেই বিয়ের খবরেই। এবার জানা গেল, অনুপম রায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ফের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন গায়ক।
advertisement
3/10
জানা গিয়েছে, আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন অনুপম। কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে চার হবে এক হাত। পাত্রী, প্রস্মিতা পাল।
advertisement
4/10
ভালবেসেই ছাদনাতলায় পৌঁছনোর সিদ্ধান্ত তাঁদের। টলিউডের একাধিক ছবিতে গান গেয়েছেন প্রস্মিতা। অনুপমের সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছেন তিনি।
advertisement
5/10
পরমব্রত-পিয়ার বিয়ের খবর প্রকাশ পেতেই অনুপমের জন্য সমবেদনা প্রকাশ করেছিলেন ভক্তরা। কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন অভিনেতা। বিয়ে করে কটাক্ষ, কুমন্তব্য সব সহ্য করেছিলেন পরমব্রত।
advertisement
6/10
সেই অভিনেতা আজ কী বলছেন তাঁর বন্ধুর বিয়ের খবরে? নিউজ18 বাংলা পরমব্রতকে যোগাযোগ করার পর তিনি বললেন, খবরটি জানতেন না। নিউজ18 বাংলার থেকেই প্রথম এই সুসংবাদ পৌঁছেছে তাঁর কাছে।
advertisement
7/10
তারপর পরমব্রত বলেন, ‘‘দু’জন মানুষ ভালবেসে একসঙ্গে থাকতে চাইছে, এটা সবসময়েই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা অনুপম এবং প্রস্মিতাকে।’’
advertisement
8/10
২০২১ সালে ছ’বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন অনুপম এবং পিয়া। তখন বিচ্ছেদের কারণ হিসেবে তৃতীয় ব্যক্তির প্রসঙ্গ উঠে আসে। কানাঘুষো শোনা যায় পরমব্রতর নাম।
advertisement
9/10
তার দু’বছরের মধ্যে বিয়ে করেন পরম-পিয়া। আর তারই সাড়ে তিন মাস পরে প্রস্মিতার সঙ্গে অনুপমের বিয়ের খবর।
advertisement
10/10
অনুপম এবং প্রস্মিতার প্রেমের গুঞ্জন নতুন নয়। দু’জনের রসায়ন নিয়ে চর্চা ছিল বহু আগে থেকেই। তবে প্রেমের বিষয়ে কখনও কোনও মন্তব্য করেননি তাঁরা।