TRENDING:

Parambrata Chattopadhyay-Piya Chakraborty Son Photo: খাটে উপুড় হয়ে শুয়ে খেলছে, পরম নাকি পিয়ার মতো দেখতে? জন্মের ৩ মাসের মাথায় প্রথমবার ছেলের ছবি পোস্ট করলেন পিয়া, মুহূর্তে ভাইরাল

Last Updated:
Parambrata Chattopadhyay-Piya Chakraborty Son Photo: জন্মের তিন মাসের মাথায় ছেলের ছবি পোস্ট করলেন সমাজকর্মী, গায়িকা পিয়া চক্রবর্তী। ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে এদিন একরত্তির ছবি শেয়ার করেছেন তিনি। এখনও পর্যন্ত সন্তানের নাম অফিসিয়ালি না জানালেও ছেলের ছোট্ট ঝলক সামনে এনেছেন মা পিয়া ৷
advertisement
1/6
খাটে উপুড় হয়ে শুয়ে খেলছে, পরম নাকি পিয়ার মতো দেখতে? জন্মের ৩ মাসের ছেলের ছবি দিলেন পিয়া
*'মামাস বয়'-এর 'টামি টাইম', জন্মের তিন মাসের মাথায় ছেলের ছবি পোস্ট করলেন সমাজকর্মী, গায়িকা পিয়া চক্রবর্তী। ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে এদিন একরত্তির ছবি শেয়ার করেছেন তিনি। এখনও পর্যন্ত সন্তানের নাম অফিসিয়ালি না জানালেও ছেলের ছোট্ট ঝলক সামনে এনেছেন মা পিয়া ৷
advertisement
2/6
*আজ বুধবার প্রথমবারের জন্য তাঁর স্টেটাসে ছেলের পুরো ছবি সামনে এসেছে। আগেও পিয়া একাধিকবার ছেলের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কিন্তু সেখানে কখনও খুদের হাত, পা বা মাথার অংশ দেখা গিয়েছে।
advertisement
3/6
*এবারে ছেলের পুরো ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে খাটের উপরে উপুড় হয়ে শুয়ে একরত্তি। সামনে বেশ কয়েকটি সাদা কালো ছবি রাখা বালিশে হেলান দিয়ে। জন্মের পর থেকেই নেটপাড়ায় কৌতুহল ছিল কার মতো দেখতে হবে তারকাদের সন্তান ৷
advertisement
4/6
*ছবির ক্যাপশনে লিখেছেন 'মামাস বয়'। তখন তাঁর টামি টাইম চলছিল। সন্তান আগমনের খুশিতে পিয়ার মতোই পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
advertisement
5/6
*১২ সপ্তাহ আগে মা হন পিয়া চক্রবর্তী। জুনের শুরুতেই পরমের 'জুনিয়র' চলে এসেছে তাদের জীবনে। কিছুদিন আগে ছেলের সঙ্গে দু'জনের লেন্সবন্দি মুহূর্ত শেয়ার করেছিলেন পিয়া।
advertisement
6/6
*২০২৩ সালের ২৭ নভেম্বর বিয়ে করেন জুটি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি আসতেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। এবার ছেলেকে নিয়েই কাটাবেন তৃতীয় বিবাহবার্ষিকী।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Parambrata Chattopadhyay-Piya Chakraborty Son Photo: খাটে উপুড় হয়ে শুয়ে খেলছে, পরম নাকি পিয়ার মতো দেখতে? জন্মের ৩ মাসের মাথায় প্রথমবার ছেলের ছবি পোস্ট করলেন পিয়া, মুহূর্তে ভাইরাল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল