TRENDING:

Parambrata-Piya: 'হানিমুন' কাটিয়ে ফিরতেই দু'প্রান্তে দু'জন? কীসে মজলেন পরম-প্রিয়া, ভাইরাল হল ছবি

Last Updated:
Parambrata-Piya: ইতিমধ্যেই হানিমুন পর্ব কাটিয়ে শহরে ফিরেছে পরম-পিয়া৷ আর কলকাতায় ফিরেই দু'জনে দু'প্রান্তকে বেছে নিয়েছেন৷
advertisement
1/7
'হানিমুন' কাটিয়ে ফিরতেই দু'প্রান্তে দু'জন? কীসে মজলেন পরম-প্রিয়া, ভাইরাল হল ছবি
পিয়ার টানেই আজ ব্যাচেলর তকমা ঘুচল টলিউড হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায়ের ৷ নিজের খুব কাছের মানুষদের নিয়েই ২৭ নভেম্বর রেজিস্ট্রি করে বিয়ে সারেন পিয়া ও পরমব্রত৷
advertisement
2/7
ঘটা করে নয়, বরং ছিমছাম ভাবেই অভিনেতার যোধপুর পার্কের বাড়িতেই রেজিস্ট্রি বিয়ে সারলেন অভিনেতা পরমব্রত৷ টলিপাড়ার অতি পরিচিত অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর গলাতেই মালা দিলেন অভিনেতা৷
advertisement
3/7
বিয়ের পর থেকেই তাদের নিয়ে চর্চার শেষ নেই৷ তবে সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেরা নিজেদের মতো আছেন পরম-পিয়া৷
advertisement
4/7
ডাবলিন-সহ আয়ারল্যান্ডের একাধিক ঝলক পিয়ার সোশ্যাল মিডিয়া দেখে সকলেই মনে করেছেন আয়ারল্যান্ডে মধুচন্দ্রিমায় গেছিলেন তারকা দম্পতি৷ তবে কোনওকিছুই প্রকাশ্যে আনেননি পরমব্রত চট্টোপাধ্যায়৷
advertisement
5/7
ইতিমধ্যেই হানিমুন পর্ব কাটিয়ে শহরে ফিরেছে পরম-পিয়া৷ আর কলকাতায় ফিরেই দু'জনে দু'প্রান্তকে বেছে নিয়েছেন৷ আসলে তেমন কিছু নয়৷ বাড়ি ফিরেই কাজে মন দিয়েছেন পরমব্রত৷ শনিবার রাতে কলকাতার এক নামী ক্লাবে কল্কি কোয়েচলিন, জিম সর্বের মতো তারকাদের সঙ্গে দেখা গেছে পরমব্রতকে৷
advertisement
6/7
অন্যদিকে ঠান্ডা পড়তেই গোলাপী রঙের হুডিতে নিজেকে মুড়ে নিয়েছেন পরম সুন্দরী৷ পরমের দেওয়া হিরের আংটি সকলেরই নজর কেড়েছে৷ ক্যাপশনে লেখা-'পিঙ্ক হুডি ভাইবস'৷ ছবি নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
7/7
জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন অনুপমের প্রাক্তন স্ত্রী৷ অনুপম ও পিয়ার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই জলঘোলা শুরু হয়েছিল পরমব্রত সঙ্গে সম্পর্ক নিয়ে৷ দু'জনেই স্পিকটি নট ছিলেন নিজেদের সম্পর্ক নিয়ে৷ এবার সমস্ত জল্পনাকে সত্যি করেই চার হাত এক হল৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Parambrata-Piya: 'হানিমুন' কাটিয়ে ফিরতেই দু'প্রান্তে দু'জন? কীসে মজলেন পরম-প্রিয়া, ভাইরাল হল ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল