মুখে মাস্ক, হাতে গ্লভস, বলিউড ছবির শ্যুটিংয়ে রাজস্থানে পাড়ি পাওলির
- Published by:Akash Misra
Last Updated:
করোনা পরিস্থিতি সামলে অবশেষে কাজে ফিরছেন অভিনেত্রী পাওলি দাম। বাংলা নয় হিন্দি ছবির মাধ্যমেই ফিরছেন শুটিং ফ্লোরে।
advertisement
1/4

করোনা পরিস্থিতি সামলে অবশেষে কাজে ফিরছেন অভিনেত্রী পাওলি দাম। বাংলা নয় হিন্দি ছবির মাধ্যমেই ফিরছেন শুটিং ফ্লোরে।
advertisement
2/4
লকডাউনের পর এই প্রথম বিমানে চেপে পাড়ি দিচ্ছেন রাজ্যের বাইরে। স্বভাবতই একই সঙ্গে পাওলি একটু নার্ভাস এবং উত্তেজিতও।
advertisement
3/4
রবিবার সকালেই নতুন হিন্দি ছবির আউটডোর শুটিংয়ে পাওলি গেলেন রাজস্থান। সমস্ত রকম কোভিড প্রটোকল মেনেই এদিন রওনা দিলেন পাওলি।
advertisement
4/4
শ্যুটিংয়ে র প্রথম শিডিউলে প্রায় ১৫ দিন রাজস্থানেই থাকবেন পাওলি। এরপর কলকাতায় ফিরে এসে আবার কিছুদিন পর যাবেন দ্বিতীয় দফার শ্যুটিং করতে। এই ছবিতে একমাত্র বাঙালি অভিনেত্রী তিনি।