Paoli Dam : 'কান' কাঁপাচ্ছেন পাওলি দাম? লাল-সাদা জামদানি থেকে বালিতে রক্তিম বিকিনি, দেখুন ছবি...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
একেবারে বাঙালি বধূ সেজেই কান চলচ্চিত্রের রেড কার্পেটে হেঁটেছিলেন। সেই ছবি পোস্ট করে পাওলি (Paoli Dam) লিখেছেন, 'সযন্তে রেখেছি’।
advertisement
1/7

হট ও সেনসুয়াস লুকের জন্য বরাবরই আলাদা নম্বর পেয়ে আসছেন অভিনেত্রী পাওলি দাম। আর সাহসী চরিত্রে অভিনয় করে থেকেছেন বির্তকের শিরোনামে। এখন রূপোলি পর্দা থেকে একটু দূরে রয়েছেন ঠিকই তবে ফটো সেশন করছেন প্রাণ খুলে। কান চলচ্চিত্র উৎসবে এমনই উষ্ণতা আর বালিতে মাখামাখি পাওলিকে আবিষ্কার করল ক্যামেরার লেন্স। Photo : Instagram
advertisement
2/7
সম্প্রতি লাল বিকিনিতে সমুদ্রতটে শুয়ে নেট দুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন পাওলি দাম। তবে সেটা দশ বছর আগে কান চলচ্চিত্রের সময়। পুরনো ছবি শেয়ার করে স্মৃতির শহরে ভেসেছেন পাওলি। মঙ্গলবারও তিনি আরও একটি কান চলচ্চিত্রের ছবি শেয়ার করেন, সেখানে অবশ্য অন্য অবতারে দেখা গিয়েছে পাওলিকে।
advertisement
3/7
পাওলির ছবি কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছিল। ছবির নাম ছিল 'ছত্রাক’। তবে সেই ছবির কারণে সমালোচনার মুখেও পড়তে হয় পাওলিকে। ইনস্টাগ্রামে কান চলচ্চিত্রের রেড কার্পেটের ছবি পোস্ট করেছেন পাওলি। যেখানে তিনি পরে রয়েছেন লাল–সাদা পাড়ের জামদানি শাড়ি, হাতে একগুচ্ছ লাল চুড়ি ও গলায় মানানসই গয়না। একেবারে বাঙালি বধূ সেজেই দশ বছর আগে তিনি কান চলচ্চিত্রের রেড কার্পেটে হেঁটেছিলেন। সেই ছবি পোস্ট করে পাওলি লিখেছেন, 'সযন্তে রেখেছি’, এরপর হ্যাশট্যাগ দিয়ে কানের স্মৃতি উল্লেখ করেন তিনি।
advertisement
4/7
২০১৮ সালে অসমের ব্যবসায়ী অর্জুনকে বিয়ে করেন অভিনেত্রী পাওলি দাম। এই মুহূর্তে পাওলি ব্যস্ত পরিচালক অর্জুন দত্তের ছবি 'বিরিয়ানি’-র কাজে। এর আগে জি ফাইভের অরিজিনাল ছবি রাত বাকি হ্যায়-তে দেখা গিয়েছিল পাওলিকে।
advertisement
5/7
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং পাওলি দাম। ‘সাঁঝবাতি’র পর আবার লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কাজ করতে চলেছেন। খুব সম্ভবত ত্রিকোণ প্রেমের গল্পই দর্শকদের শোনাবেন তাঁরা।
advertisement
6/7
করোনার দ্বিতীয় ঢেউ স্তিমিত হয়ে আসার পর 'থ্রি কোর্স মিল' ছবি দিয়েই শ্যুটিং শুরু করেছেন অভিনেত্রী। সুরক্ষাবিধি মেনে, রাসবিহারি অঞ্চলের একটি বাড়িতে হয়েছিল ‘বিরিয়ানি’র শ্যুট। 'থ্রি কোর্স মিল' একটি ফুড অ্যান্থোলজি ফিল্ম। তাতে রয়েছে তিনটি গল্প-- 'বিরিয়ানি', 'বেবি ফুড' ও 'রেড ভেলভেট'। হিন্দি ভাষাতেও প্রকাশ পাবে এটি। তিনটি গল্পের শ্যুটিংই শেষ। Photo : Instagram
advertisement
7/7
প্রসঙ্গত, গত সোমবার সকালেই নেট-নাগরিকদের ‘Monday Blues’ দূর করতে অভিনব উপায় নিলেন পাওলি দাম। লাল বিকিনিতে সমুদ্রের ধারে নিজের রোদ পোহানোর ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। কান চলচ্চিত্র উৎসবের স্মৃতি হিসেবে ছবিটি শেয়ার করেছেন পাওলি। ছবির ক্যাপশনে পাওলি লিখেছেন, ‘অনেক দিন আগের নীল’!