Pankaj Tripathi in Kolkata: ফুচকার টক ঝালে মেতে বাংলার জামাই পঙ্কজ, ভিক্টোরিয়ায় আড্ডা সৃজিতের সঙ্গে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
ভবানীপুরের মৃদুলাকে বিয়ে করেছেন ওটিটি-র রাজা। সেই পঙ্কজ এ বার কলকাতায়। (Pankaj Tripathi in Kolkata)
advertisement
1/5

ভিক্টোরিয়ার সামনে ভিড়। বাংলার জামাই এসেছেন যে। পঙ্কজ ত্রিপাঠী! ভবানীপুরের মৃদুলাকে বিয়ে করেছেন ওটিটি-র রাজা। সেই পঙ্কজ এ বার কলকাতায়। সাদা কুর্তা, ঘিয়ে রঙা প্যান্ট আর নীল শাল গায়ে।
advertisement
2/5
বাংলার জামাই এ বার বাংলার প্রথম সারির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন 'শেরদিল'-এ। তারই প্রচারে এ শহরে পা রেখেছেন মুম্বইয়ের উচ্চ প্রশংসিত অভিনেতা।
advertisement
3/5
কলকাতায় এসেছেন আর ফুচকা না খেলে চলে? টক, ঝাল ফুচকা খেয়ে মনে আনন্দ পঙ্কজের। যতই কাজের সূত্রে আসা হোক না কেন, এ যে তাঁর শ্বশুরবাড়ি! পঙ্কজের সঙ্গ দিলেন সৃজিতও।
advertisement
4/5
উত্তর প্রদেশের বরেলির কাছে পিলিভিট জঙ্গলের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। মুখ্য ভূমিকায় রয়েছেন পঙ্কজ। তিনি গঙ্গারাম, স্বেচ্ছায় জঙ্গলে যেতে চায়, যাতে বাঘে তাকে খায়, এবং কাঁটাছেঁড়া দেহ দেখে সরকার তাদের টাকা দেয়।
advertisement
5/5
২০১৭ সালে পিলিভিটের এই ঘটনার কথা পড়েছিলেন সৃজিত। ২০২১ সালের শেষের দিকে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। দেশের প্রেক্ষাগৃহে তারই ফসল ফলবে আগামী ২৪ জুন।