PHOTOS: ঘোমটা-শাড়ি ছেড়ে একেবার শর্ট স্কার্টে 'মঞ্জুদেবী' নীনা গুপ্তা! তাঁর মেয়েরও মারকাটারি পোশাক! পঞ্চায়েত সিরিজের সকলের ভোলবদল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
যে নীনা গুপ্তা, মঞ্জু দেবী হিসেবে একেবারে ঘরোয়া লুকে সকলের মন কেড়েছেন তিনি এখন শাড়ি ছেড়ে পরেছেন শর্ট স্কার্ট! ফলে ইন্টারনেটে তোলপাড় ফেলে দিচ্ছেন তাঁরা। ফুলেরার ঐতিহ্যবাহী গ্রামীণ পোশাক বাদ দিয়ে, সবাই খুব স্টাইলিশ এবং গ্ল্যামারাস পোশাক পরেছেন। রিঙ্কি এবং মঞ্জু দেবীর লুক দেখে আপনি অবাক হয়ে যাবেন।
advertisement
1/10

'পঞ্চায়েত'-এর সিরিজের অভিনেতাদের যে ভাবে দেখেছেন, এবার তাঁদের নতুন ফটোশুট দেখে সকলের চোখ কপালে! সবাই প্রশ্ন করছেন এরা করার!
advertisement
2/10
যে নীনা গুপ্তা, মঞ্জু দেবী হিসেবে একেবারে ঘরোয়া লুকে সকলের মন কেড়েছেন তিনি এখন শাড়ি ছেড়ে পরেছেন শর্ট স্কার্ট! ফলে ইন্টারনেটে তোলপাড় ফেলে দিচ্ছেন তাঁরা। ফুলেরার ঐতিহ্যবাহী গ্রামীণ পোশাক বাদ দিয়ে, সবাই খুব স্টাইলিশ এবং গ্ল্যামারাস পোশাক পরেছেন। রিঙ্কি এবং মঞ্জু দেবীর লুক দেখে আপনি অবাক হয়ে যাবেন। (ছবি সৌজন্যে: Instagram @primevideoin)
advertisement
3/10
সচীব জি এবং রিঙ্কি তাঁদের স্টাইলিশ পোশাকে অচেনা ঠেকছে। দু’জনেই একসঙ্গে অনেক রোমান্টিক এবং সাহসী পোজ দিয়েছেন। এই ছবিতে, সানভিকা জিতেন্দ্রের পিঠে হাত রেখে হাসিমুখে পোজ দিয়েছেন। (ছবি সৌজন্যে: Instagram @primevideoin)
advertisement
4/10
কিন্তু সব থেকে বেশি নজর কেড়েছেন মঞ্জু দেবী অর্থাৎ নীনা গুপ্তা। ফুলেরায় একসময় ঘোমটা পরে থাকতেন এমন সরল গ্রাম্য মহিলাকে এখন মিনি স্কার্ট পরে সাহসী পোজ দিতে দেখা গেঠে। (ছবি সৌজন্যে: Instagram @primevideoin)
advertisement
5/10
ক্রান্তি দেবী অর্থাৎ সুনীতা রাজওয়ারও পিছিয়ে নেই! ফুলেরার নবনির্বাচিত প্রধান দেখিয়ে দিচ্ছেন কে আসল বিজয়ী। তিনি আদালত কক্ষে বসে স্টাইলিশ পোজ দিচ্ছেন। (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @primevideoin)
advertisement
6/10
দুর্গেশ কুমার ওরফে ভূষণ ওরফে বানারকাসও পিছিয়ে নেই৷ একটি স্টাইলিশ সবুজ অ্যাথলেজার পোশাকে নিখুঁত মানিয়ে নিয়েছেন। তিনি খুব স্পোর্টি লুকে পোজ দিচ্ছেন। (ছবি সৌজন্যে: Instagram @primevideoin)
advertisement
7/10
রিঙ্কির গ্ল্যামারাস মেকওভার আবারও সেক্রেটারিকে পাগল করে তুলবে! রিঙ্কিকে সত্যিই খুব গ্ল্যামারাস এবং সাহসী দেখাচ্ছে। তার মুখে স্পষ্ট আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @primevideoin)
advertisement
8/10
এই লুকে সচিব জি ওরফে অভিষেক ত্রিপাঠীকে সুপুরুষ নায়কের মতো দেখাচ্ছে। জিতেন্দ্র কুমার বেঞ্চে বসে হাসছেন এবং পোজ দিচ্ছেন। ভক্তরাও তাঁর এই লুকটি পছন্দ করছেন। (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @primevideoin)
advertisement
9/10
বিনোদের চরিত্রে অভিনয় করা অশোক পাঠককে দেখে চেনার উপায় নেই! হেডব্যান্ডটি পরে খুব দারুঁণ মানিয়েছে তাঁকে৷ তাঁর লুক ফুলেরার থেকে সম্পূর্ণ আলাদা। (ছবি সৌজন্যে: Instagram @primevideoin)
advertisement
10/10
'পঞ্চায়েত'-এর এই অভিনেতাদের গ্ল্যামারাস ফটোশুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কিন্তু মানুষ প্রধানজি এবং প্রহ্লাদচাকে খুঁজে না পেয়ে হতাশ হচ্ছেন৷ একজন উইজার লিখেছেন, "প্রহ্লাদ চা এবং প্রধানজি বোতল আনতে গেছেন!" (ছবি সৌজন্যে: Instagram @primevideoin)