অঙ্কুশের ক্যামেরায় নতুন রূপে ধরা দিলেন ঐন্দ্রিলা
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
অঙ্কুশের ক্যামেরায় নতুন রূপে ধরা দিলেন ঐন্দ্রিলা
advertisement
1/5

টলিউডের মিষ্টি জুটি ঐন্দ্রিলা-অঙ্কুশ ৷ হাজার ব্যস্ততার মাঝে প্রেমে আদরে মাখামাখি করতে একেবারেই ভোলেন না তারা ৷ সেই প্রেমের সাক্ষী সোশ্যাল মিডিয়াও ৷
advertisement
2/5
তবে এবার আর আদরে মাখা নয় ৷ বরং ঐন্দ্রিলার রূপকে নিজের ক্যামেরা বন্দি করে ফেললেন অঙ্কুশ৷ গপ্পোটা হল, আকাশী রঙের পোশাকে নিজেকে সাজিয়ে তুললেন ঐন্দ্রিলা ৷ আর সেই সাজের ছবি তুললেন অঙ্কুশ ৷
advertisement
3/5
ছবিগুলো ইনস্টাগ্রামে আপলোড করে ঐন্দ্রিলা লিখলেন, ‘তুমি যখন ভাববে তুমি সুন্দর, তখন থেকেই তুমি সুন্দর’ !
advertisement
4/5
আকাশী রঙের পোশাকে মন জয় করলেন ঐন্দ্রিলা ৷
advertisement
5/5
নতুন সাজে ঐন্দ্রিলা ৷