TRENDING:

ইউরোপ সফরের শেষে লন্ডনে বন্ধুর জন্মদিনের পার্টিতে হ্রস্ব পোশাকে হুল্লোড় কাজলকন্যা নাইসার

Last Updated:
Nysa Devgan parties with Ahan Shetty Mahikaa Rampal : জন্মদিনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অরহান৷ সেখানে নাইসা ও অর্জুন রামপালের মেয়ে মাহিকাকে দেখা যাচ্ছে হ্রস্ব পোশাকে৷
advertisement
1/6
ইউরোপ সফরের শেষে লন্ডনে বন্ধুর জন্মদিনের পার্টিতে হ্রস্ব পোশাকে কাজলকন্যা নাইসা
বন্ধু অরহান অওত্রামণির জন্মদিন উদযাপন করতে কাজলকন্যা নাইসা এখন লন্ডনে ৷ সঙ্গে আছেন বন্ধু অহন শেট্টী৷ জন্মদিনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অরহান৷ সেখানে নাইসা ও অর্জুন রামপালের মেয়ে মাহিকাকে দেখা যাচ্ছে হ্রস্ব পোশাকে৷
advertisement
2/6
অহন শেট্টী আবার কালো পোশাকে পেশিশোভিত ৷ বানিতা সন্ধু সেখানে আছেন সাদা পোশাকে ৷ শিশিরভেজা সাজে তাঁর কেশসজ্জা আবদ্ধ পনিটেলে৷ তাঁর ছবিতে নাইসা সম্বোধন করেছেন 'বার্বি' বলে।
advertisement
3/6
গত মাসে বন্ধুদের সঙ্গে ইউরোপ ঘুরছিলেন নাইসা ৷ সঙ্গে ছিলেন অরহান অওত্রামণি ও বেদান্ত মহাজনের মতো ঘনিষ্ঠ বন্ধু৷ তাঁদের বার্সেলোনা ও আমস্টারডাম শহরে সফরের ছবিও শেয়ার করেছিলেন অরহান৷
advertisement
4/6
আমস্টারডামে নাইসার সঙ্গে দেখা হয়েছিল জাহ্নবী কপূর এবং বরুণ ধওয়নের ৷ জাহ্নবী ও বরুণ সেখানে তাঁদের পরবর্তী ছবি 'বাওয়াল'-এর শ্যুটিং করছিলেন ৷ প্রসঙ্গত নাইসা এবং মাহিকাকে মাঝে মাঝে একসঙ্গে পার্টি করতে দেখা যায় ৷ নিজের ছবির পাশাপাশি তাঁদের ছবিও শেয়ার করেছিলেন অরহান৷
advertisement
5/6
সামাজিক কর্মী বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট অরহানের সঙ্গে জাহ্নবীর প্রেমের সম্পর্ক আছে বলে বলিউডে গুঞ্জন ৷ নাইসার সঙ্গে অরহানের ঘনিষ্ঠতাও নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে ৷ তাহলে কি শ্রীকন্যা নাইসার প্রেমিককে নিয়েই নিলেন কাজলের মেয়ে নাইসা?
advertisement
6/6
আপাতত নাইসা ব্যস্ত সুইৎজারল্যান্ডে গ্লিওন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনে ইন্টারন্যাশনাল হসপিট্যালিটি নিয়ে পড়াশোনায়৷ উচ্চশিক্ষার মাঝেই আছে অরহান ও অন্যান্য ঘনিষ্ঠ বন্ধুদের সান্নিধ্য৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
ইউরোপ সফরের শেষে লন্ডনে বন্ধুর জন্মদিনের পার্টিতে হ্রস্ব পোশাকে হুল্লোড় কাজলকন্যা নাইসার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল