নুসরত-নিখিলের সঙ্গীতে এভাবেই সেজে উঠেছিল তুরস্কের হোটেল, দেখুন ছবি
Last Updated:
advertisement
1/8

আজ বিয়ে নুসরতের৷ তার আগে কাল সন্ধেয় তুরস্কের বোদরুমের এল ভি হোটেল লাউঞ্জে ধুমধাম করে হয়ে গেল সঙ্গীতে অনুষ্ঠান৷ দেখুন কীভাবে সেজে উঠেছিল ভেন্যু৷
advertisement
2/8
পাত্র নিখিল জৈন কাপড়ের ব্যবসায়ী৷ নুসরত সুন্দর ছবি আঁকেন৷ তাই এদিনের লাউঞ্চ পার্টির ওয়েলকাম ব্যানারেও দুজনের নাম ফুটিয়ে তোলা হয়েছিল সুঁচ-সুতোর নক্সায়৷
advertisement
3/8
বোদরুমের হোটেলের লাউঞ্জ এদিন সেজে উঠেছিল আলো আঁধারিতে৷ ফুল, মোমবাতির আলোয় তৈরি হয়েছিল মায়াবী পরিবেশ৷
advertisement
4/8
আলো-আঁধারির মাঝেই পারফর্ম করে আসর জমিয়ে রেখেছিলেন নুসরত-নিখিলের বন্ধু-বান্ধবরা৷ শোনা যাচ্ছে পারফর্মারদের মধ্যে ছিলেন নুসরতের ঘনিষ্ঠ বন্ধু মিমিও৷
advertisement
5/8
দীপিকা-রণবীর, নিক-প্রিয়াঙ্কার মতো নুসরত-নিখিলও তৈরি করেছেন নিজেদের নামের লোগো৷ সঙ্গীতে ভেন্যুর প্রোজেক্টার স্ক্রিনে ভেসে উঠেছিল সুতোর নক্সাতোলা সেই লোগো৷
advertisement
6/8
বোহেমিয়ান থিমড ইভনিং পার্টিতে প্রচুর খানাপিনার সঙ্গে ছিল চকোলেট, রিটার্ন গিফটের দারুণ ব্যবস্থাও৷
advertisement
7/8
সঙ্গীতের দিন সকালেই ছিল মেহন্দি৷ নুসরত-নিখিলের বিয়ের লোগো মেহেন্দির ডিজাইনে ফুটে উঠেছে পাত্র নিখিল জৈনের হাতে৷
advertisement
8/8
লাউঞ্জ পার্টির মতোই নুসরত-নিখিলের বিয়ের কার্ডেও ছিল সুতোর নক্সা৷