Nusrat: বুকের খাঁজে স্পষ্ট ভালোবাসার ট্যাটু! সাহসী ছবি পোস্ট করে যশের মনে কান পাতলেন নুসরত!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Nusrat: তুমুল সাহসী নুসরত! শোনালেন ভালোবাসার কথা!
advertisement
1/5

নুসরত। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। সেই সঙ্গে নুসরত এক সন্তানের মা। অভিনয়, সেই সঙ্গে সাংসদের দায়িত্ব সব কিছুই একা হাতে করেন তিনি। photo source Instagram
advertisement
2/5
এই দারুণ ব্যস্ততার মধ্যেও নুসরত কিন্তু সোশ্যাল মাধ্যমে বেশ অ্যাক্টিভ। সেখানেই নিজের জীবনের নানা কিছু শেয়ার করেন তিনি।photo source Instagram
advertisement
3/5
সম্প্রতি নায়িকা একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে ফ্লোরাল মনোকিনি টপ ও স্কার্টে মোহময়ী তিনি। photo source Instagram
advertisement
4/5
এই ছবি শেয়ার করে নুসরত লেখেন, " যখন তোমার চোখে আমার চোখ পড়ে, আমার আত্মা সাড়া দেয়, এবং হৃদয়ে তুমি ফিসফিস করে কথা বলে যাও। ভালোবাসি তাঁকে।" photo source Instagram
advertisement
5/5
এই পোস্ট দেখেই ভক্তরা ভালোবাসা জানিয়েছেন। এই পোস্ট নুসরত যশের জন্যই লিখেছেন তা বোঝা যায়। photo source Instagram