TRENDING:

Nora Fatehi: মাত্র ৫০০০ টাকা নিয়ে এসেছিলেন স্বপ্ননগরীতে! নোরা ফতেহির লড়াইয়ের কাহিনি চোখে জল আনবে

Last Updated:
২০১৪ সালে ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ ছবির হাত ধরে বি-টাউনে নোরার হাতেখড়ি। এরপর ধীরে ধীরে স্বপ্ননগরীতে পায়ের তলার জমি শক্ত করেন অভিনেত্রী।
advertisement
1/9
মাত্র ৫০০০ টাকা নিয়ে এসেছিলেন স্বপ্ননগরীতে! নোরার লড়াইয়ের কাহিনি চোখে জল আনবে
সৌন্দর্য আর নৃত্যের জাদুতে ভক্তদের মনে হিল্লোল তুলেছেন নোরা ফতেহি। অথচ তাঁর লড়াইয়ের পথটা কিন্তু অতটাও মসৃণ ছিল না। সুদূর কানাডা থেকে দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন মরক্কোর সুন্দরী।
advertisement
2/9
২০১৪ সালে ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ ছবির হাত ধরে বি-টাউনে নোরার হাতেখড়ি। এরপর ধীরে ধীরে স্বপ্ননগরীতে পায়ের তলার জমি শক্ত করেন অভিনেত্রী। একের পর এক ছবি এবং মিউজিক ভিডিও-য় নিজের শরীরী হিল্লোলে সকলের মনেই জাদু ছড়িয়ে দিয়েছেন নোরা।এমনিতে হামেশাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেত্রী।
advertisement
3/9
তাঁর দামী ব্যাগের কালেকশন দেখার মতো! সেই সঙ্গে তাঁর হট আউটফিটের কালেকশন তো আছেই! তবে অনেকেই হয়তো জানেন না বলিউডে নোরার লড়াইয়ের পর্বের গল্পটা। তাহলে জেনে নেওয়া যাক অভিনেত্রী-নৃত্যশিল্পীর জীবনের অজানা গল্প।
advertisement
4/9
১. মাত্র ৫ হাজার টাকা হাতে নিয়ে আর দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে ভারতে এসেছিলেন ‘ও সাকি সাকি’ তারকা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “মাত্র ৫০০০ টাকা নিয়ে ভারতে এসেছিলাম। আর যে এজেন্সির সঙ্গে কাজ করতাম, তারা আমায় প্রতি সপ্তাহে মাত্র ৩০০০ টাকা করে দিত। আর সেই টাকায় রোজকার খরচ চালানোই মুশকিল ছিল! যদিও বিষয়টা আমি দারুণ ভাবে সামলেছি। তাই সপ্তাহের শেষে আর আমায় টাকার অভাববোধ করতে হয়নি।”
advertisement
5/9
২. কেরিয়ারের প্রথম দিকে সকলের ঠাট্টা-তামাশার মুখে পড়তে হয়েছিল নোরাকে। সেই সময়ের কথা মনে করে এক সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তিনি বলেন, “আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম। আর সরল সাদাসিধে প্রকৃতিরও ছিলাম। কিন্তু ভারতে পৌঁছে বুঝলাম বাস্তবটা অন্য রকম। ভেবেছিলাম লিম্যুজিনে চাপিয়ে কোনও বাটলার আমায় স্যুইটে নিয়ে যাবেন। তারপর সেখান থেকে অডিশন দিতে যাব। কিন্তু বিষয়টা একেবারেই সেটা ছিল না। একটা যেন বড় চড় পড়েছিল আমার গালে! ঠাট্টা-তামাশা, প্রত্যাখ্যান এবং যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল আমায়।
advertisement
6/9
৩. এমনকী এক সময় অভিনেত্রীর পাসপোর্ট পর্যন্ত চুরি গিয়েছিল। তাঁকে কানাডাতেও পাঠানো হয়েছিল।
advertisement
7/9
৪. আবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে আগে থেকেই পরিচিত ছিলেন নোরা ফতেহি। আসলে দিশার নৃত্যশিক্ষিকা ছিলেন নোরা।
advertisement
8/9
তাঁর দামী ব্যাগের কালেকশন দেখার মতো! সেই সঙ্গে তাঁর হট আউটফিটের কালেকশন তো আছেই! তবে অনেকেই হয়তো জানেন না বলিউডে নোরার লড়াইয়ের পর্বের গল্পটা। তাহলে জেনে নেওয়া যাক অভিনেত্রী-নৃত্যশিল্পীর জীবনের অজানা গল্প।
advertisement
9/9
৫. শুধুমাত্র বলিউডেই নয়, তেলুগু, মালয়ালম এবং তামিল ছবিতেও অভিনয় করেছেন মরক্কোর সুন্দরী।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nora Fatehi: মাত্র ৫০০০ টাকা নিয়ে এসেছিলেন স্বপ্ননগরীতে! নোরা ফতেহির লড়াইয়ের কাহিনি চোখে জল আনবে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল