TRENDING:

Bollywood News: জাতীয় পুরস্কার জয়ীর দেহ পড়ে স্টুডিওতে, ভোররাতে হঠাৎ তোলপাড় পড়ে গেল বলিউডে

Last Updated:
Bollywood News: তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন চারটি৷ বলিউডে তাঁকে সবাই একডাকে চেনে৷ কিন্তু তাঁকেই পাওয়া গেল মৃত হিসাবে৷
advertisement
1/6
জাতীয় পুরস্কার জয়ীর দেহ পড়ে স্টুডিওতে, ভোররাতে হঠাৎ তোলপাড় পড়ে গেল বলিউডে
স্টুডিওতে পড়ে রয়েছে নিথর দেহ৷ তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন চারটি৷ বলিউডে তাঁকে সবাই একডাকে চেনে৷ কিন্তু তাঁকেই পাওয়া গেল মৃত হিসাবে৷ সঙ্গে মিলল একটি সুইসাইড নোট৷ যা দেখে কার্যত চমকে উঠছেন সকলে৷
advertisement
2/6
বুধবার ভোর চারটের সময় বিখ্যাত শিল্প নির্দেশক বা আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের দেহ উদ্ধার হল তাঁর নিজের এনডি স্টুডিও থেকে৷ প্রাথমিক তদন্তের পর একটি সুইসাইড নোট মিলেছে ঘটনাস্থল থেকে৷ সেই কারণে নীতিন আত্মহত্যা করেছেন বলেও দাবি করা হচ্ছে, কিন্তু পুলিশ নিশ্চিত করেনি৷
advertisement
3/6
পুলিশ এখনও স্পষ্ট করে বলেনি যে তিনি আত্মহত্যা করেছেন৷ তবে তদন্ত শুরু করা হয়েছে৷ প্রাথমিক ভাবে নীতিনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগছিলেন তিনি৷ তেমন কোনও কাজ পাচ্ছিলেন না, সেই কারণেই তিনি আত্মঘাতী হতে পারেন৷
advertisement
4/6
১৯৮৯ সালে শিল্প নির্দেশক হিসাবে বিটাউনে তাঁর হাতেখড়ি৷ এর পর একে ১৯৪২: এ লাভ স্টোরি, খমোশি, প্যায়ার তো হোনা হি থা, হাম দিল দে চুকে সনম, মিশন কাশ্মীর হয়ে একেবারে অধুনা পানিপত পর্যন্ত কাজ করেছেন তিনি৷
advertisement
5/6
তিনি চারটি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন৷ বাবা সাহেব আম্বেদকর ছবিটির পাশাপাশি হাম দিল দে চুকে সনম, লগান, দেবদাস ছবির জন্য পুরস্কার পেয়েছিলেন নীতিন৷ ছবিও পরিচালনা করেছেন তিনি৷ ২০১১ সালে হ্যালো, জয় হিন্দ নামে একটি ছবির নির্দেশনা দিয়েছিলেন তিনি৷ অভিনয়ও করেছিলেন৷
advertisement
6/6
২০০৫ সালে তিনি এনডি স্টুডিও তৈরি করেন৷ সেখানে বিভিন্ন ছবির শ্যুটিং হয়েছিল৷ এই স্টুডিও খবরে এসেছিল সলমন খানের বিগবসের জন্য৷ অনেকদিন ধরেই এটি সলমন খানের বিগবসের বাড়িটি হিসাবে ছিল৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood News: জাতীয় পুরস্কার জয়ীর দেহ পড়ে স্টুডিওতে, ভোররাতে হঠাৎ তোলপাড় পড়ে গেল বলিউডে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল