TRENDING:

Nikhil-Nusrat-Yash-Sauraseni: কেবল মাঠে নয়, গ্যালারিতেও চমক! একই দর্শকাসনে নুসরতের প্রাক্তন-বর্তমান, নিখিলও এলেন ‘প্রেমিকা’র সঙ্গে!

Last Updated:
Nikhil-Nusrat-Yash-Sauraseni: নিখিল-সৌরসেনীর ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখলেও বোঝা যাবে খেলায় মেতে ছিলেন তাঁরা। নিখিলের পোশাক বিপণণীর হয়ে মডেলিং করতেন সৌরসেনী। সেই থেকে আলাপ।
advertisement
1/8
কেবল মাঠে নয়, গ্যালারিতেও চমক! একই দর্শকাসনে নুসরতের প্রাক্তন-বর্তমান যশ-নিখিল
একই গ্যালারি। একই ম্যাচ। একই জার্সি। চার মূর্তি। যাঁদের সম্পর্কের টানাপড়েন বারবার খবরের শিরোনামে এসেছে। কখনও বর্তমান, কখনও প্রাক্তন। বারবার বদলেছে সমীকরণ। সেই নুসরত জাহান, যশ দাশগুপ্ত, নিখিল জৈন এবং সৌরসেনী মৈত্র। (ছবি- সোশ্যাল মিডিয়া)
advertisement
2/8
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকেও উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচ দেখতে হাজির দুই যুগল। একদিকে নুসরত-যশ, অন্যদিকে নিখিল-সৌরসেনী। (ছবি- সোশ্যাল মিডিয়া)
advertisement
3/8
চারজনে যে একজোটে খেলা দেখতে আসেননি, তা তো বলাই বাহুল্য। কিন্তু দুই যুগলের মধ্যে বছরখানেক আগে জোর ধুন্ধুমার বেঁধে গিয়েছিল। নুসরতের সঙ্গে নিখিলের বিবাহবিচ্ছেদ, যশের সঙ্গে সম্পর্ক-বিয়ে, তারপরেই মা হওয়া, তোলপাড় হয়ে গিয়েছিল টলিপাড়া। (ছবি- সোশ্যাল মিডিয়া)
advertisement
4/8
তারপর ধীরে ধীরে যশ এবং নুসরত যুগল হিসেবে প্রকাশ্যে আসার পর শান্ত হয় সব। আবার নিখিলের সঙ্গে সৌরসেনীর নতুন সম্পর্ক নিয়ে শুরু হয় জলঘোলা। (ছবি- সোশ্যাল মিডিয়া)
advertisement
5/8
এখনও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি নিখিল-সৌরসেনী। কিন্তু এদিনের ম্যাচে প্রকাশ্যে দু’জনকে একসঙ্গে দেখা গেল গ্যালারিতে। নিখিলের বাহুডোরে সৌরসেনী। (ছবি- সোশ্যাল মিডিয়া)
advertisement
6/8
নিখিল-সৌরসেনীর ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখলেও বোঝা যাবে খেলায় মেতে ছিলেন তাঁরা। নিখিলের পোশাক বিপণণীর হয়ে মডেলিং করতেন সৌরসেনী। সেই থেকে আলাপ। (ছবি- সোশ্যাল মিডিয়া)
advertisement
7/8
নিখিলের সঙ্গে প্রেম করা নিয়ে সৌরসেনী বলেছিলেন, তিনি কিছুই বলতে চান না, যা-ই বলা হবে, লোকে অবিশ্বাস করবেন। বিতর্কে ঘি ঢালতে চান না বলেই সৌরসেনী এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি। (ছবি- সোশ্যাল মিডিয়া)
advertisement
8/8
কিন্তু গতকালের বিরাট-খেলার মাঝেই গ্যালারিতে চার মূর্তির দেখা পেয়ে দর্শকাসনে বেশ শোরগোল পড়ে যায়। কেউ কেউ ছবিও তুলে নেন। নতুন বিতর্ক শুরু হয় তারকাদের নিয়ে। (ছবি- সোশ্যাল মিডিয়া)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nikhil-Nusrat-Yash-Sauraseni: কেবল মাঠে নয়, গ্যালারিতেও চমক! একই দর্শকাসনে নুসরতের প্রাক্তন-বর্তমান, নিখিলও এলেন ‘প্রেমিকা’র সঙ্গে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল