TRENDING:

Hritojeet Chatterjee: "আমাদের প্রথম সন্তান"... স্ত্রীকে পাশে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন সদ্য বিবাহিত অভিনেতা হৃতজিৎ

Last Updated:
বিয়ে থেকে রিসেপশন, সব ছবিই ভক্তদের সঙ্গে ভাগ করেছেন অভিনেতা৷ এবার শেয়ার করলেন খুবই আদুরে ছবি৷
advertisement
1/11
আমাদের প্রথম সন্তান,পাশে স্ত্রী,সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন সদ্য বিবাহিত অভিনেতা
বিয়ে করেছেন হৃতজিৎ চট্টোপাধ্যায়৷ নিজের সোশ্যাল মিডিয়ায় বিয়ে থেকে রিসেপশন, সব ছবিই ভাগ করে নিয়েছেন অভিনেতা৷ এবার সামনে আনলেন যার ছবি, তাকে তিনি 'প্রথম সন্তান' বলে উল্লেখ করলেন৷
advertisement
2/11
রহস্যে মোড়া ধারাবাহিক লালকুঠি-তে নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে৷ মূল চরিত্রে থাকা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে৷
advertisement
3/11
সদ্য বিয়ে করেছেন হৃতজিৎ৷ গত ২৫ মে সাতপাক বাঁধা পড়েছেন হৃতজিৎ-অর্পিতা তিওয়ারি৷
advertisement
4/11
বিয়ের আগে ৭ বছর চুটিয়ে প্রেম করেছেন দু’জনে৷
advertisement
5/11
হৃতজিৎ জানিয়েছেন যে অর্পিতাকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি৷ তবে কিছুদিন অপেক্ষা করতে হয়েছিল অর্পিতার মতের জন্য৷
advertisement
6/11
এরপর লুকিয়ে লুকিয়ে প্রেম করেছেন দু’জনে৷ দুই বাড়িতে অনেকটা পর জানান তাঁরা৷ কারণ ছিল হৃতজিৎ-এর পেশা৷ অভিনেতা পাত্রকে কীভাবে মেনে নেবেন তাঁরা, তা নিয়ে সন্দেহ ছিল হৃতজিৎ এবং অর্পিতার৷ তবে বাড়ি থেকে কোনও সমস্যাই হয়নি৷ উল্টে সব অনুষ্ঠান হয়েছে খুব সুষ্ঠুভাবে৷
advertisement
7/11
বিয়ে থেকে রিসেপশন, সব অনুষ্ঠানের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা৷ বিয়ের দিন দু’জনে৷
advertisement
8/11
ভাত-কাপড়ের দিন সদ্য বিবাহিত হৃতজিৎ-অর্পিতা৷
advertisement
9/11
খুবই ধুমধাম করে হয় তাঁদের রিসেপশন৷ বহু অভিনেতা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে৷ রিসেপশনের দিন হৃতজিৎ করেছেন শ্যুটিং৷ সকালে শ্যুটিং সেরে, বিকেলে বর-বেশে অভিনেতা৷
advertisement
10/11
বাদ যায়নি অষ্টমঙ্গলার ছবিও৷ অর্থাৎ বিয়ের অনুষ্ঠানের ৮ দিন পর বউয়ের বাড়ি যাওয়ার রীতি রয়েছে৷ সেই যাত্রাপথে ছবি তোলেন হৃতজিৎ-অর্পিতা৷
advertisement
11/11
তবে এবার বিয়ের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ ছবি সকলের সামনে তুলে ধরেন হৃতজিৎ৷ স্ত্রীকে পাশে বসিয়ে কোলে তুলে নেন পোষ্য চার্লিকে৷ চার্লি তাঁর কাছে রয়েছে ৩ বছর ধরে৷ চার্লিকে নিজের সন্তানসম ভালবাসেন তিনি৷ তাই তো লিখেছেন যে তুমি আমাদের প্রথম সন্তান৷ অভিনেতার কথায় " আমাদের সবথেকে পছন্দের Frame আমাদের সবথেকে প্রিয় Charlie পৃথিবীর সকল Charlie যেন একটা করে ঘর পায়। আমাদের Charlie কিন্তু হুবহু movie টার মতই আমাদের ঘরে নিজের থেকেই এসেছিল।। বিশ্বাস করুন তিন বছরে আমদের আমাদের life পাল্টে গেছে। ওদের চোখ টা দেখেবেন সব বুঝে যাবেন।।ওরা যে কতটা ভালোবাসতে পারে যারা ওদের সাথে থাকে তারাই জানে।। আমরা ধন্য তোকে পেয়ে সোনা মা।। আমাদের প্রথম সন্তান।। U r our Life।। ❤️❤️❤️ God bless u Mamma❤️❤️"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Hritojeet Chatterjee: "আমাদের প্রথম সন্তান"... স্ত্রীকে পাশে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন সদ্য বিবাহিত অভিনেতা হৃতজিৎ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল