Neha Dhupia : ফের গর্ভবতী নেহা ধুপিয়া? দুই সন্তানের মা কি আবার সুখবর দিলেন?
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Neha Dhupia : অভিনেত্রী ইতিমধ্যেই দুই সন্তানের মা। সোশ্যাল মিডিয়ায় এখন নতুন জল্পনা, তা হলে কি ফের মা হতে চলেছেন নেহা ধুপিয়া।
advertisement
1/6

ফের কি গর্ভবতী হলেন অভিনেত্রী নেহা ধুপিয়া? অভিনেত্রী ইতিমধ্যেই দুই সন্তানের মা। সোশ্যাল মিডিয়ায় এখন নতুন জল্পনা, তা হলে কি ফের মা হতে চলেছেন নেহা ধুপিয়া। কিন্তু কেন হঠাৎ এমন জল্পনা শুরু হল?
advertisement
2/6
সম্প্রতি মুক্তি পেয়েছে ডিজনি হটস্টারের ছবি 'আ থার্সডে' ছবির ট্রেলার। এই ছবিতে একজন অপহরণকারীর চরিত্রে অভিনয় করছেন ইয়াম গৌতম। আর অন্যদিকে এক পুলিশের চরিত্রে দেখা যাবে নেহা ধুপিয়াকে, যে ১৬টি বাচ্চাকে অপহরণকারীর কাছ থেকে বাঁচানোর চেষ্টা করবেন।
advertisement
3/6
এই ছবিতেই গর্ভবতী পুলিশ কর্মীর চরিত্রে দেখা যাবে নেহা ধুপিয়াকে। এখান থেকেই জল্পনার সূত্রপাত। কিন্তু নেহা যখন গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করছিলেন, তখন বাস্তবেই গর্ভবতী ছিলেন তিনি।
advertisement
4/6
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্যুটিং এর অভিজ্ঞতা শেয়ার করেছেন নেহা ধুপিয়া। সেখানেই তিনি বলেছেন, গর্ভবতী ছিসেন বলে এই চরিত্রের সঙ্গে তিনি আরও ভালো রিলেট করতে পারছিলেন।
advertisement
5/6
সত্যিই গর্ভবতী ছিলেন বলে এই ছবিতে অভিনয়ের জন্য খুব বেশি পরিশ্রম করতে হয়নি বলেও জানান নেহা ধুপিয়া। আর এটা তাঁর দ্বিতীয় বার গর্ভাবস্থার সময়ের শ্যুটিং। তাই অভিনয় করতে তাঁর খুব অসুবিধা হয়নি বলেই জানান নেহা।
advertisement
6/6
বেহজাদ খামবাটার পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন ইয়ামি গৌতম, নেহা ধুপিয়া, ডিম্পল কাপাডিয়া, অতুল কুলকার্নি সহ আরও অনেকে। ১৭ ফেব্রুয়ারি ডিজনি হটস্টারে মুক্তি পাবে এই ছবি।