TRENDING:

Neena Gupta: ভারতীয় টেলিভিশনে চুম্বনের দৃশ্যে প্রথম ঠোঁটে ঠোঁট রাখলেন নীনা, তারপর 'ডেটল' দিয়ে মুখ ধুলেন! কেন?

Last Updated:
Neena Gupta: বরাবরই বোল্ড অ্যান্ড বিউটিফুল অভিনেত্রী নীনা গুপ্তা। ব্যক্তিগত জীবন থেকে ছবির বাছাই-- সবেতেই ছকভাঙার ছাপ রেখেছেন নায়িকা।
advertisement
1/10
টেলিভিশন দৃশ্যে প্রথম ঠোঁটে ঠোঁট নীনার, তারপর 'ডেটল' দিয়ে মুখ ধুলেন! কেন জানেন?
বরাবরই বোল্ড অ্যান্ড বিউটিফুল অভিনেত্রী নীনা গুপ্তা। ব্যক্তিগত জীবন থেকে ছবির বাছাই-- সবেতেই ছকভাঙার ছাপ রেখেছেন নায়িকা। টেলিভিশনে অভিনয় করার সময়ও চুম্বনের দৃশ্যে প্রথম অভিনয় করেছিলেন তিনি।
advertisement
2/10
আশির দশক থেকে কেরিয়ারের শুরু। যদিও সেই সময় মূলত ছবিতেই অভিনয় করতেন নীনা গুপ্ত। ধীরে ধীরে শুরু হল টেলিভিশন চ্যানেলের পথ চলা। দূরদর্শন থেকে বেসরকারি চ্যানেলে সিরিয়ালের রমরমা।
advertisement
3/10
তবে টেলিভিশনের প্রায় জন্মলগ্ন থেকে যে সব অভিনেতা-অভিনেত্রী কাজ করছেন, তাঁদের মধ্যে নীনা অন্যতম।
advertisement
4/10
এমনিতেই ব্যক্তিগত জীবনে সাহসী সিদ্ধান্তের কারণে এই প্রজন্মের কাছে প্রশংসিত হয়েছেন। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। তিনি যেমন নিজের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ছকভাঙা, তেমন কর্মক্ষেত্রেও ব্যতিক্রমী।
advertisement
5/10
তিনিই প্রথম অভিনেত্রী, যিনি ভারতীয় টেলিভশনে চুম্বনের দৃশ্যে প্রথম অভিনয় করেন। যদিও শট শেষে ডেটল দিয়ে মুখ ধুতে হয় নীনাকে। চিন্তায় রাতে দু'চোখের পাতা এক করতে পারেননি অভিনেত্রী।
advertisement
6/10
নব্বইয়ের দশকের গোড়ার দিকে ‘দিললাগি’ সিরিয়ালে কাজ করেন তিনি। তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা দিলীপ ধওয়ন। ওই সিরিয়ালেই প্রথম বার সহ-অভিনেতার ঠোঁটে ঠোঁট রাখেন নীনা।
advertisement
7/10
তার আগে পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি কোনও অভিনেতাকেই।
advertisement
8/10
এক সাক্ষাৎকারে ওই সিরিয়ালের স্মৃতি রোমন্থন করতে গিয়ে নীনা বলেন, "পর্দায় ওটাই ছিল ভারতীয় টেলিভিশনের প্রথম চুম্বনের দৃশ্য। এমনটা নয় যে, সহ-অভিনেতাকে আমি চিনতাম না। আমরা পরস্পরের পরিচিত ছিলাম। আসলে সেই সময় মানসিক ও শারীরিক কোনও ভাবেই প্রস্তুত ছিলাম না আমি। কোনও রকমে নিজেকে বুঝিয়ে কাজটা করে ফেলি। যার ফলে গোটা রাত ঘুমোতে পারিনি।''
advertisement
9/10
আসলে ঘটনার অভিঘাত এতটাই ছিল যে, নীনা কী করবেন বুঝতে না পেরেই ডেটল দিয়ে মুখ ধুয়ে ফেলেন।
advertisement
10/10
পঞ্চায়েত ৩-এর পর এবার নীনা অভিনীত ছবি ‘মেট্রো... ইন দিনো’ ছবি আসতে চলেছে। ছবির পরিচালক অনুরাগ বসু।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Neena Gupta: ভারতীয় টেলিভিশনে চুম্বনের দৃশ্যে প্রথম ঠোঁটে ঠোঁট রাখলেন নীনা, তারপর 'ডেটল' দিয়ে মুখ ধুলেন! কেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল