Neena Gupta: ভরাট চেহারা চাই! সেটেই নীনাকে প্যাডেড ব্রা পরতে বাধ্য করেন পরিচালক, তার পর...
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Neena Gupta: নীনাকে দেখে সুভাষ চিৎকার করে বলে ওঠেন 'কুছ ভরো'। পরিচালক কী ইঙ্গিত করছেন, তা খুব ভালই বুঝেছিলেন অভিনেত্রী।
advertisement
1/6

আজ থেকে বহু বছর আগের কথা। নীনা গুপ্তার বয়সও তখন অনেকটাই কম। 'খলনায়ক' ছবিতে 'চোলি কে পিছে' গানটির শ্যুট করতে গিয়ে চরম অস্বস্তিতে পড়তে হয়েছিল তাঁকে। পরবর্তীতে সে কথাই প্রকাশ্যে আনেন।
advertisement
2/6
গানটির জন্য গুজরাতি পোশাকে সেজে উঠেছিলেন অভিনেত্রী। শ্যুটের আগে সাজ দেখাতে নীনাকে নিয়ে যাওয়া হল পরিচালকের কাছে। কিন্তু তাঁকে দেখে মোটেই সন্তুষ্ট হতে পারেননি সুভাষ।
advertisement
3/6
নীনাকে দেখে সুভাষ চিৎকার করে বলে ওঠেন 'কুছ ভরো'। পরিচালক কী ইঙ্গিত করছেন, তা খুব ভালই বুঝেছিলেন অভিনেত্রী।
advertisement
4/6
নীনার চোলি বা ব্লাউজের ভিতরে কিছু ভরার নির্দেশ দিয়েছিলেন পরিচালক। সুভাষের এ হেন নির্দেশে খানিক অস্বস্তিতে পড়েছিলেন নীনা। শুধু তাই নয়, গানটিতে নিজের ভূমিকা নিয়েও সন্তুষ্ট ছিলেন না অভিনেত্রী।
advertisement
5/6
গানটি গেয়েছিলেন নীনার বন্ধু ইলা অরুণ। সে বিষয়ে খুশি ছিলেন অভিনেত্রী। নীনার অস্বস্তি হলেও পরিচালকের নির্দেশই মানতে হয়েছিল তাঁকে। সুভাষের কথা মতো একটি প্যাডেড ব্রা পরানো হয় নীনাকে।
advertisement
6/6
পুরো ঘটনাটি নীনার অস্বস্তির উদ্রেক করলেও সুভাষকে দোষারোপ করেননি নীনা। পরিচালক নিজের কাজ নিয়ে খুঁতখুঁতে হওয়ার কারণেই এমনটি করেছিলেন বলে আত্মজীবনী 'সাচ কহুঁ তো'-তে জানান অভিনেত্রী।