Neena Gupta: 'তুমি না হলে আরও ১০ জন রাজি হবে!' বলিউডে 'কম্প্রোমাইজ' নিয়ে নীনার কথা ফাঁস
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Neena Gupta: তাঁর জীবনের লড়াই হোক বা অভিনয় দক্ষতা, নীনা গুপ্তা যেন অনেকের কাছেই় অনুপ্রেরণার উৎস। বর্ষীয়ান অভিনেত্রীর কথা, উপদেশ সাহস জোগায় বর্তমান প্রজন্মকেও। তবে অতীতে কাস্টিং কাউচ নিয়ে করা একটি মন্তব্যের কারণে চূড়ান্ত সমালোচনার মুখে নীনা।
advertisement
1/5

তাঁর জীবনের লড়াই হোক বা অভিনয় দক্ষতা, নীনা গুপ্তা যেন অনেকের কাছেই় অনুপ্রেরণার উৎস। বর্ষীয়ান অভিনেত্রীর কথা, উপদেশ সাহস জোগায় বর্তমান প্রজন্মকেও। তবে অতীতে কাস্টিং কাউচ নিয়ে করা একটি মন্তব্যের কারণে চূড়ান্ত সমালোচনার মুখে নীনা।
advertisement
2/5
নবাগত অভিনেতা-অভিনেত্রীদের উদ্দেশ্যে নীনার উপদেশ নিয়েই যত জলঘোলা। কী এমন বলেন তিনি? নীনা মনে করেন, কোনও নবাগত/নবাগতা যদি কারও সঙ্গে ঘনিষ্ঠ না হতে চান, তা হলে তাঁকে কেউই জোর করতে পারবেন না।
advertisement
3/5
কোনও রাখঢাক না করেই তিনি বলেন, "তোমার যদি আপত্তি থাকে, আরও দশজন রাজি হয়ে যাবে। বিষয়টা এ রকম নয় যে, তুমি তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ হলেই ভাল চরিত্র পাবে। হয়ত তোমাকে ছোট একটা চরিত্র দেবে। ভিড়ে হারিয়ে যাবে। এটাই ব্যবসা। বাকিটা তোমার সিদ্ধান্ত।"
advertisement
4/5
নীনার এই মন্তব্যকে 'সমস্যাজনক' বলে মনে করেছেন অনেকেই। নেটিজেনদের একাংশ লিখেছেন, 'ওঁর প্রতি সম্মান হারিয়ে ফেললাম।' কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, 'ওঁর মতো একজন আধুনিক নারী কী ভাবে এমন মন্তব্য করলেন?'
advertisement
5/5
নীনাকে দেখা যাবে অনুরাগ বসুর 'মেট্রো... ইন দিনো'-তে। এই ছবিতে তাঁর সঙ্গে আদিত্য রায় কাপুর, সারা আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, অনুপম খের প্রমুখ।