TRENDING:

Pallavi Sharma Struggle: শৈশবে মা-হারা, পরীক্ষা দিয়ে ফিরে বাবার সৎকার! 'নিম ফুলের মধু'-র পল্লবীর জীবন যেন বুকফাটা কান্নার মতো

Last Updated:
Pallavi Sharma Struggle: বাস্তব জীবনেও পর্ণার মতো লড়াকু মেয়ে কম দেখা যায়। তাও পর্ণার মতোই হাসিখুশি পল্লবী শর্মা। বাবা-মাকে হারিয়েছেন অনেক ছোটবেলায়। রক্তের সম্পর্ক না হলেও এক পিসির কাছে বড় হওয়া।
advertisement
1/10
শৈশবে মা-হারা, পরীক্ষা দিয়ে ফিরে বাবার সৎকার! পল্লবীর জীবন যেন বুকফাটা কান্না
বুদ্ধিমতী, মিশুকে, হাসিখুশি, প্রতিবাদী। বিয়ের পর যৌথ পরিবারে সবাইকে নিয়ে থাকতে পারে, ভালবাসে। কিন্তু শ্বশুরবাড়িতে শাশুড়ি ও জায়ের সঙ্গে লড়াই করে নিজের জায়গা তৈরি করতে হয়। ‘নিম ফুলের মধু’-তে এমনই পর্ণার গল্প খানিক এমনই।
advertisement
2/10
বাস্তব জীবনেও পর্ণার মতো লড়াকু মেয়ে কম দেখা যায়। তাও পর্ণার মতোই হাসিখুশি পল্লবী শর্মা। বাবা-মাকে হারিয়েছেন অনেক ছোটবেলায়। রক্তের সম্পর্ক না হলেও এক পিসির কাছে বড় হওয়া। সেই পিসির হাত ধরে ইন্ডাস্ট্রিকে চেনা, তারপর? বাকিটা তো সকলেরই জানা।
advertisement
3/10
একটি ডিজিটাল প্ল্যাটফর্মে এসে নিজের জীবনের ওঠাপড়ার গল্প বলেছিলেন পল্লবী। ক্লাস থ্রি-তে পড়াকালীন হঠাৎ জানা যায়, পল্লবীর মায়ের মাথায় টিউমার। দাদা, বাবা তাঁর মাকে নিয়ে চেন্নাইতে চিকিৎসার জন্য ছোটাছুটি। দু’বছর পর মৃত্যু হয় পল্লবীর মায়ের।
advertisement
4/10
ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত পিসির দৌলতে এক পরিচালকের সঙ্গে ছোটবেলাতেই আলাপ হয়। তিনি তাঁকে ‘নদের নিমাই’ ধারাবাহিকে সুযোগ দেন। তিন মাস সেখানে অভিনয় করেন। তার পরই আইসিএসই পরীক্ষা।
advertisement
5/10
আবার ছন্দপতন। কাজের সূত্রে বাবা-দাদা বাইরে থাকতেন। সপ্তাহে একবার করে মেয়েকে দেখতে পিসির বাড়ি যেতেন বাবা। হঠাৎ পরীক্ষার আগের দিন দাদার ফোন আসে পল্লবীর কাছে। জানান, বাবার শরীর ভাল নয়, পল্লবী যেন দেখা করে যান।
advertisement
6/10
শয্যাশায়ী বাবা মেয়েকে বলেন, তিনি যেন মন দিয়ে পড়াশোনা করেন। তিনি ঠিক আছেন। যেন চিন্তা না করেন। কিন্তু হঠাৎ রাতে বাড়াবাড়ি, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন প্রথম ল্যাঙ্গুয়েজ পরীক্ষা। সেদিনই সকাল ৭টায় তাঁর বাবার মৃত্যুখবর আসে।
advertisement
7/10
আত্মীয়রা পল্লবীকে পরীক্ষা না দেওয়ার উপদেশ দেন। ড্রপ দিতে। কিন্তু বাবার ইচ্ছাপূরণের জন্য পল্লবী পরীক্ষা দিতে যান। ফিরে এসে বাবার সৎকার করেন।
advertisement
8/10
পরের পরীক্ষাগুলো দিতে গিয়ে দেখতেন সবার বাবা মা হলের বাইরে ডাবের জল নিয়ে অপেক্ষা করছেন, বা ছেলেমেয়েদের আদর করছেন। এদিকে পল্লবী একা একা হবিষ্যি নিয়ে পরীক্ষার হলে ঢুকতেন।
advertisement
9/10
এরপর আত্মীয়রা তাঁর বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি রাজি হননি। তার মাঝেই হঠাৎ ‘দুই পৃথিবী’ সিরিয়ালের অফার আসে। দেড় বছর পেরিয়ে গেল কাজ করতে করতে। কিন্তু পড়াশোনাটা আটকে গেল। তবে পল্লবী হেরে যাওয়ার মেয়ে নয়।
advertisement
10/10
তার পরেও পড়াশোনা শেষ করলেন। কলেজে পড়তে পড়তে ‘কে আপন কে পর’-এর অফার পেয়ে আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। একা নিজের ফ্ল্যাট কিনে থাকেন তিনি। একাই লড়ে চলেছেন পল্লবী।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Pallavi Sharma Struggle: শৈশবে মা-হারা, পরীক্ষা দিয়ে ফিরে বাবার সৎকার! 'নিম ফুলের মধু'-র পল্লবীর জীবন যেন বুকফাটা কান্নার মতো
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল