Neel Bhattacharya and Trina Saha: নীল-তৃনার নতুন পথ চলা শুরু! সাক্ষী থাকলেন অপরাজিতা-সৌরভ, রইল ছবি
- Published by:Sayani Rana
- Written by:Manash Basak
Last Updated:
অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃনা সাহা শুরু করলেন নতুন পথ চলা। বুধবার অনুষ্ঠিত হয়ে গেল 'ক্লথ বাই তৃনীল' (Kloth By Trineel)-এর অনুষ্ঠানিক শুভসূচনা।
advertisement
1/8

অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃনা সাহা শুরু করলেন নতুন পথ চলা। বুধবার অনুষ্ঠিত হয়ে গেল 'ক্লথ বাই তৃনীল' (Kloth By Trineel)-এর অনুষ্ঠানিক শুভসূচনা।
advertisement
2/8
ঝলমলে পোষাকে এবার পুজোর নানান লুকে হয়েছে এক গ্র্যান্ড র্যাম্প শোও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের গুণী তারকারা। কার্যত চাঁদেরহাট বসেছিল "Kloth By Trineel"-এর এই র্যাম্প শোতে।
advertisement
3/8
অভিনয় জগতে বেশ জনপ্রিয় মুখ ও জনপ্রিয় তারকা দম্পতি হল নীল-তৃনা। তবে এবারে তাঁদের নতুন পথ চলা। এবার পুজোর সপ্তমী থেকে দশমীর সমস্ত এক্লুসিভ লুকের পোষাকে র্যাম্প শো তে দেখা গিয়েছে কলকাতা শহরের নামকরা মডেলদের।
advertisement
4/8
নারী-পুরুষ সকলের জন্য আছে নানা চোখ ধাঁধানো কালেকশন। গড়িয়াহাটের যশোদা ভবনের পাঁচতলায় অপরূপ রূপে সেজে উঠেছে "Kloth By Trineel"-এর এই শোরুম।
advertisement
5/8
র্যাম্পশোতে দেখা গিয়েছে অভিনেতা সৌরভ দাসকে। শোস্টপার হিসাবে এক কালো পোষাকে অপরূপ লুকে ধরা দিয়েছিলেন তিনি।
advertisement
6/8
শোয়ে দশমীর শোস্টপার হিসাবে ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ঢাকের আওয়াজের সঙ্গে দশমির লুকে এইভাবে আগে কখনও দেখা যায়নি অভিনেত্রীকে।
advertisement
7/8
অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃনা সাহা বলেন "Kloth by trineel" আমাদের দুজনের জীবনের এক নতুন ও বর্ণময় অধ্যায়। আমরা ভালোবেসে ও অনেকটা খেটে এই নতুন জার্নি টা শুরু করেছি। মানুষের ভালোবাসা পেয়ে আজ এই জায়গায় এসছি , আশা করছি আরও ভালোবাসা পাব।"
advertisement
8/8
ডিজাইনার অভিষেক রায় শুরু থেকে নীল তৃণার এই জার্নিতে পাশে ছিলেন। তিনি বলেন, "ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কেউ নতুন কিছু করলে সিনিয়র হিসেবে তাঁদেরকে স্বাগত জানানোই আমার একান্ত কর্তব্য।"