Neel Bhattacharya-Trina Saha: বিয়েটাই সারা জীবনের শাস্তি! নিজেদের সম্পর্ক নিয়ে এ কী বলতে চাইছেন নীল-তৃণা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Neel Bhattacharya-Trina Saha: লাল টুকটুকে বেনারসিতে সেজে উঠেছেন তৃণা। সঙ্গে মানানসই গয়না। গলায় মালা। একেবারে যেন নববধূ। পিছিয়ে নেই নীলও। ধুতি-পাঞ্জাবি-টোপরে নজর কাড়ছে তিনিও।
advertisement
1/5

তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটিদের তালিকায় তাঁদের নাম বেশ উপরের দিকেই। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ২০২১ সালে বিয়ে। এখন গুছনো সংসার তাঁদের। কিন্তু বিয়ের দু'বছর ফের বিয়ের মণ্ডপে নায়ক-নায়িকা।
advertisement
2/5
লাল টুকটুকে বেনারসিতে সেজে উঠেছেন তৃণা। সঙ্গে মানানসই গয়না। গলায় মালা। একেবারে যেন নববধূ। পিছিয়ে নেই নীলও। ধুতি-পাঞ্জাবি-টোপরে নজর কাড়ছে তিনিও। তা হলে কি আরও একবার বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা?
advertisement
3/5
না, আসলে তেমন কিছুই হয়নি। নিছকই কোনও শ্যুটের ফাঁকে একটি রিল তৈরি করেছেন নীল-তৃণা। অক্ষয় কুমার এবং ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত 'অ্যাকশন রিপ্লে' ছবির 'জোর কা ঝটকা' গানে নেচে উঠেছেন তাঁরা।
advertisement
4/5
মজার ছলে বিয়ে না করার উপদেশ দেওয়া হয়েছে সেই গানে। একটি পঙক্তিতে বলা হয়েছে, 'শাদি বন গায়ি উম্র ভর কি সাজা'। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, বিয়ে করাটাই সারা জীবনের শাস্তি হয়ে গেল। তা হলে কি বিয়ে করে আফসোস করছেন নায়ক-নায়িকা? প্রচ্ছন্ন ভাবে সেই বার্তাই দিতে চাইছেন সকলকে?
advertisement
5/5
একেবারেই না। নিছকই মজার ছলে এই রিল তৈরি করেছেন নীল-তৃণা। একে অপরের সঙ্গে দিব্যি সুখে সংসার করছেন তাঁরা।