TRENDING:

Nayanthara Vignesh wedding : কাঁঠাল বিরিয়ানি থেকে কৃত্রিম মাংসের কারি! নয়নতারা-ভিগ্নেশের বিয়ের মেন্যুতে এলাহি পদের আয়োজন

Last Updated:
Nayanthara Vignesh wedding : বিয়ের অনুষ্ঠানের বিষয়টি ব্য়ক্তিগতই রাখতে চেয়েছিলেন এই নবদম্পতি। তবে মেন্যুটি ফাঁস হয়ে যায় কোনও ভাবে।
advertisement
1/7
কাঁঠাল বিরিয়ানি থেকে কৃত্রিম মাংসের কারি! নয়নতারা-ভিগ্নেশের বিয়ের মেন্যুতে চমক
বিয়ে করলেন দক্ষিণী তারকা নয়নতারা। পাত্র, তাঁর দীর্ঘ দিনের প্রেমিক, পরিচালক ভিগনেশ শিবান। রাজকীয় কায়দায় বিয়ে হলো। বিয়ের মেন্যুতেও ছিল বিশেষ চমক।
advertisement
2/7
কাঁঠাল বিরিয়ানি থেকে শুরু করে ভেষজ মাংসের কারি, কী ছিল না খাওয়া দাওয়ার আয়োজনে।
advertisement
3/7
বিয়ের অনুষ্ঠানের বিষয়টি ব্য়ক্তিগতই রাখতে চেয়েছিলেন এই নবদম্পতি। তবে মেন্যুটি ফাঁস হয়ে যায় কোনও ভাবে। বিয়ের সব খাবারই ছিল নিরামিষ।
advertisement
4/7
তামিলনাড়ু ও কেরলের বিভিন্ন অঞ্চলের নিরামিষ পদ ছিল। এর মধ্যে আছে কাঁঠাল বিরিয়ানি, পনির পাট্টানি কারি, মোর কোজাম্বু, মিকেন চেট্টিনাড় কারি।
advertisement
5/7
এখানেই শেষ নয়। আরও যেগুলি মেন্যুতে ছিল- চেপাকেজাঙ্গু পুলি কোজাম্বু, পুন্ডু মিলাগু রসম, ব্রেড হালওয়া, এলানির পায়াসাম ইত্যাজি।
advertisement
6/7
দীর্ঘ ৬ বছর ধরে সম্পর্কে রয়েছেন নায়িকা ও পরিচালক। বুধবার চেন্নাইয়ের মহাবলিপুরমের শেরাটন পার্কে তাঁদের বিয়ে উপলক্ষে তারকা সমাবেশ। পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয়ের উপস্থিতিতে বিয়ে করলেন নয়নতারা।
advertisement
7/7
বিয়ের পরেই নবদম্পতির ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবিটি পোস্ট করেছেন বর ভিগনেশ নিজেই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nayanthara Vignesh wedding : কাঁঠাল বিরিয়ানি থেকে কৃত্রিম মাংসের কারি! নয়নতারা-ভিগ্নেশের বিয়ের মেন্যুতে এলাহি পদের আয়োজন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল