Navya Naveli Nanda On Aishwarya Rai: বচ্চন-নারীগোষ্ঠী থেকে বাদ ঐশ্বর্য? মামিকে আমন্ত্রণ জানাবেন না নভ্যা? অমিতাভ-নাতনির উত্তর, পরিবারের বাইরের লোকজনকে...
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Navya Naveli Nanda On Aishwarya Rai: নভ্যার পডকাস্টের দ্বিতীয় সিজনে এবার পরিবারের বধূ ঐশ্বর্যকে পডকাস্টে আনার দাবি তুলেছেন ভক্তরা।
advertisement
1/10

নিজের বহুলচর্চিত পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা’র দ্বিতীয় কিস্তি নিয়ে ফিরেছেন নভ্যা নভেলি নন্দা। যা অচিরেই ভক্তদের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।
advertisement
2/10
আসলে এই পডকাস্টের প্রতিটি এপিসোডে অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে যোগ দেন তাঁর দিদা, বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন এবং তাঁর মা শ্বেতা বচ্চনও।
advertisement
3/10
সেখানে তাঁদের প্রজন্মের প্রেম-ভালবাসা, সম্পর্কের গল্প ভাগ করে নেন তাঁরা। এমনকী মহিলাদের সমসাময়িক সমস্যাগুলিকেও তুলে ধরতে দেখা যায় তাঁদের।
advertisement
4/10
কখনও কখনও আবার প্রাণবন্ত এবং সাহসী আলোচনাও করে থাকেন নভ্যা, জয়া এবং শ্বেতা। তবে সেই পডকাস্টে এখনও বচ্চন-বধূ ঐশ্বর্য রাই বচ্চনকে দেখতে চাইছেন বচ্চন পরিবারের ভক্তরা।
advertisement
5/10
সম্প্রতি এই প্রসঙ্গে প্রশ্নও করা হয়েছিল নভ্যাকে। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ওই শো-এ তাঁর মামি ঐশ্বর্য রাই, মামা অভিষেক বচ্চন অথবা দাদু অমিতাভ বচ্চনকে আদৌ দেখা যাবে কি না!
advertisement
6/10
জবাবে নভ্যা বলেন, “খুব সম্ভবত যদি সিজন ৩ আসে, তাহলে আমি এমন অতিথিদের আমন্ত্রণ জানাব, যাঁরা আমার পরিবারের সদস্য নন। আমার মনে হয়, প্রচুর মজা হতে চলেছে। কারণ তাঁদের থেকে অনেক কিছু শেখার রয়েছে। আর বিভিন্ন ক্ষেত্রের মানুষের থেকে তাঁদের অভিজ্ঞতা শোনাটাও একটা বড় ব্যাপার।”
advertisement
7/10
নভ্যা আরও যোগ করেন, “হয়তো আমি কোনও বিজ্ঞানীকে ডাকব। আর তাঁদের কাছে বিজ্ঞান ঠিক কী, আর নতুন কী আবিষ্কার হল, সেই প্রসঙ্গে জানতে চাইব। তাই আমি বিভিন্ন ক্ষেত্রের মানুষকে ডেকে তাঁদের দৃষ্টিভঙ্গি জানতে চাই। আর এটা আমার, মায়ের এবং দিদার জন্য অত্যন্ত উপকারী হবে।”
advertisement
8/10
পডকাস্টের দ্বিতীয় সিজনে একটি এপিসোডে নিজের ভাই অগস্ত্য নন্দাকে আমন্ত্রণ জানিয়েছেন নভ্যা। ফলে এর থেকে ভবিষ্যতের এপিসোডের ইঙ্গিত মিলছে। তবে এবার পরিবারের বধূ ঐশ্বর্যকে পডকাস্টে আনার দাবি তুলেছেন ভক্তরা।
advertisement
9/10
আসলে এমনিতেই নিজের দৃঢ় মতামতের জন্য যথেষ্ট জনপ্রিয় রাইসুন্দরী। ফলে ট্রেন্ডি এই পডকাস্টে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরাও।
advertisement
10/10
নভ্যার পডকাস্টের প্রথম মরশুম বেশ সফল ছিল। এরপরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় মরশুম নিয়ে ফিরেছেন তিনি। প্রসঙ্গত ২০২২ সালে পডকাস্ট সফর শুরু হয়েছিল। এই স্টার-কিডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে এপিসোডগুলি।